For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2023: গোবর্ধন থেকে মিষ্টি, বাজেটে বেশ কিছু অনন্য শব্দের ব্যবহার অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

বাজেটকে আকর্ষণীয়ভাবে সামনে আনতে অনেক অর্থমন্ত্রীই চেষ্টা করে থাকেন। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেশ কিছু অনন্য শব্দ ব্যবহার করেছেন।

  • |
Google Oneindia Bengali News

নিজের পঞ্চম বাজেট, আর মোদী সরকারের নবম বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বেশ কিছু অনন্য শব্দের ব্যবহার করেছেন। যেখানে অমৃতকাল ছাড়াও রয়েছে গোবর্ধন থেকে সপ্তর্ষির মতো শব্দ। যার আলাদা অর্থও রয়েছে।

অমৃতকাল

অমৃতকাল

বুধবার বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, তিনি অমৃতকালের প্রথম বাজেট পেশ করেছেন। এই অমৃতকাল শব্দটি তিনি নিজের ১ ঘন্টা ২৬ মিনিটের বাজেট বক্তৃতায় একাধিকবার বলেছেন। এখানে অমৃত শব্দটির অর্থ সংস্কৃতে অমরত্বের অমৃত। আর কাল অর্থে একটি নির্দিষ্ট সময়কাল। ২০২১-এর স্বাধীনতা দিবসে প্রধানমন্ক্রী নরেন্দ্র মোদী প্রথমবার এই শব্দটি ব্যবহার করেছিলেন।

 গোবর্ধন

গোবর্ধন

বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৫০০ টি নতুন বর্জ্য থেকে সম্পদ তৈরির প্ল্যান্ট স্থাপনের কথা জানিয়েছেন। এখানে গো-এর অর্থ গরু এবং বর্ধনের অর্থ হল পুষ্টি। তবে অর্থমন্ত্রীর কথার সঙ্গে এই অর্থের সম্পর্ক নেই। অর্থমন্ত্রী উল্লিখৎিত গোবর্ধন হল জৈব-কৃষিসম্পদের সংক্ষিপ্ত রূপ।

 সপ্তর্ষি

সপ্তর্ষি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় বলেছেন অমৃতকালের মাধ্যমে পথপ্রদর্শক হিসেবে সপ্তর্ষি কাজ করবে। অর্থমন্ত্রী বাজেটে সাতটি অগ্রাধিকারের রূপরেখা তুলে ধরেছিলেন। তাই এখানে সপ্তর্ষি। তবে হিন্দু সাহিত্যে সপ্তর্ষির অর্থ হল সাতজন ঋষি।

শ্রী আন্না

শ্রী আন্না

রাষ্ট্রসংঘের তরফে ২০২৩কে বাজরার জন্য আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। আর বাজরা উৎপাদনে ভারতের স্থান প্রথমে। পুষ্টি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এটি জনপ্রিয়। একথা উল্লেখ করার সয়ম কেন্দ্রীয় অর্থমন্ত্রী শস্যকে শ্রী আন্না হিসেবে উল্লেখ করেছিলেন। শস্য শব্দটি সংস্কৃতে হল আন্নাম আর হিন্দিতে আন্না। আর শ্রী শব্দটি হল সম্মান সূচক।

 পঞ্চামৃত

পঞ্চামৃত

সংস্কৃত অর্থে পঞ্চামৃতের অর্থ পাঁচটি অমৃত উপাদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন পাঁচদফা জলবায়ু প্রচারাভিযানের অ্যাজেন্ডা তুলে ধরতে। আর বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, ভারত ২০৭০ সালের মধ্যে জিরো কার্বন নির্গমনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী যে পঞ্চমৃতের কথা বলেছেন, সেখানে ভারত ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অফসিল শক্তি উৎপাদনে সমর্থ হবে।

অমৃতপিড়ি

অমৃতপিড়ি

বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতের যুবকদের অমৃতপিড়ি বলে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, সরকারের লক্ষ্য হল যুবকদের ক্ষমতায়ন করা। অর্থাৎ অমতৃপিড়িকে তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা। অমৃতপিড়ির অর্থ হল মহান মানুষ।

 মিষ্টি

মিষ্টি

মিষ্টি শব্দের অর্থ বাংলায় মিষ্টি। কেন্দ্রীয় বাজেটে অবশ্য নির্মলা সীতারমন নতুন একটি প্রকল্পের কথা বলেছেন। সেখানে ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোরলাই হ্যাবিট্যাটস অ্যান্ড ট্যাঞ্ডেবল ইনকামকে বুঝিয়েছেন।

Election 2023: মেঘালয়-নাগাল্যান্ডে একক লড়াইয়ের সিদ্ধান্ত, প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপিElection 2023: মেঘালয়-নাগাল্যান্ডে একক লড়াইয়ের সিদ্ধান্ত, প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

English summary
FM Nirmala Sitharaman uses several unique terms in her Budget Speech like Gobardhan to AmritPeedhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X