For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর বাজেটে সস্তা LED TV, ঘরে ঘরে স্মার্ট টিভি বিলোচ্ছেন কংগ্রেস বিধায়ক

কর্নাটকে ভোটের আগে কংগ্রেস বিধায়কের গিমিক, নিজের কেন্দ্রে ঘরে ঘরে স্মার্ট টেলিভিশন বিলি

Google Oneindia Bengali News

গতকালই দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এলইডি টিভি তৈরির যন্ত্রাংশ আমদানির শুল্ক কমানো হয়েছে। তার জেরে দাম কমতে চলেছে এলইডি টিভির। এদিকে এরই মধ্যে ভোট মুখী কর্নাটকে বাড়ি বাড়ি স্মার্ট টিভি বিলি করে বেড়াচ্ছেন কংগ্রেস বিধায়ক। বিজেপি অবশ্য একে নির্বাচনের চমক বলেই দাবি করেছে।

সস্তা এলইডি টিভি

সস্তা এলইডি টিভি

গতকাল বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন। যাকে বলে জনমোহিনী বাজেট হয়েছে। মধ্যবিত্ত মানুষের জন্য ঢালাও ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। আয়কর ছা়ড়ের পরিমান ৭ লক্ষ করে দেওয়া হয়েছে। এছাড়া একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। দাম কমানো হয়েছে, এলইডি টিভি, মোবাইল ফোন। এরকম একাধিক জিনিস সস্তা হয়েছে। যাকে বলে ভোটমুখী বাজেট হয়েছে গতকাল।

কংগ্রেস বিধায়কের টিভি বিলি

কংগ্রেস বিধায়কের টিভি বিলি

গতকাল স্মার্ট টিভি সস্তা হাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তারপরেই খবরে উঠে এসেছেন কংগ্রেসের এই বিধায়কের নাম। কর্নাটকের কংগ্রেস বিধায়ক বিয়ার্থী সুরেশ নিজেরি বিধানসভা এলাকায় ঘরে ঘরে স্মার্ট টিভি বিলি করছেন। তিনি জানিয়েছেন ভাল করে যাতে মানুষ শুনতে পারেন এবং দেখতে পারেন তার জন্যই এই উদ্যোগ নিয়েছেন তিনি। সেকারণেই নিজের এলাকার বাসিন্দাদের মধ্যে টেলিভিশন বিলি করতে শুরু করেন।

চমক তৈরির চেষ্টা

চমক তৈরির চেষ্টা

কংগ্রেসের এই বিধায়কের কীর্তিকে ভোটের আগে চমক তৈরির চেষ্টা বলেই কটাক্ষ করেছে বিজেপি। যদিও কর্নাটকে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বিজেপি। কংগ্রেসও তেমন ভাবে মাথা তুলে দাঁড়াতে পাচ্ছে না। সেকারণে নানা রকম চমক তৈরি করে ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিজেপি। সামনেই কর্নাটকে ভোট সেকারণেই চমক তৈরি করে ভোট আদায়ের চেষ্টা করছে কংগ্রেস এমনই অভিযোগ করেছে বিজেপি।

কোটিপতি বিধায়ক

কোটিপতি বিধায়ক

সুরেশ কর্নাটকে কংগ্রেসের প্রধান সিদ্দারামাইয়ার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এবং সে কর্নাটকের ধনি বিধায়কদের মধ্যে একজন। তাঁকে কোটিপতি বলা হয়ে থাকে। যদিও কংগ্রেস বিধায়কের দাবি কোনও ভোটের গিমিক নয়। প্রায় ২৫০০ পরিবারকে টিভি দিয়েছেন এই কংগ্রেস বিধায়ক। এলাকার বাসিন্দাদের মানোন্নয় নের জন্যই তিনি এই উপহার দিয়েছেন বলে জানিয়েছেন।

ছবি সৌ:@byrathi_suresh/টুইটার

কোটি বছরের পুরানো শালগ্রাম শিলা অযোধ্যায় পৌঁছতেই বিশেষ পুজো শুরু! তৈরি হবে রাম বিগ্রহ কোটি বছরের পুরানো শালগ্রাম শিলা অযোধ্যায় পৌঁছতেই বিশেষ পুজো শুরু! তৈরি হবে রাম বিগ্রহ

English summary
Karnataka Congress MLA distibuted Smart TV
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X