For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Vehicle scrappage policy: ১৫ বছরের বেশি বয়সের গাড়ি ব্যবহার করেন? বড় ঘোষণা নির্মলার

দুষণ নিয়ন্ত্রণে বারবার আলোচনা হয়েছে। তবে ১৫ বছরের গাড়িতে দুষণ সবথেে বেশি হয়। আর তা বাতিলের নির্দেশ দেয় আদালতও। কিন্তু এরপরেও নির্দেশে কিছু ফাঁক রয়ে গিয়েছে। তবে এবার বাজেটে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

Vehicle scrappage policy: পঞ্চমবারের জন্যে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একাধিক বিষয়কে মাথায় রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে। কর ছাড় থেকে শুরু একাধিক ছাড়ের ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি নয়া যোজনার কথাও বলা হয়েছে নির্মলার বাজেটে।

পাশাপাশি এই বাজেটে পুরানো গাড়ি অর্থাৎ স্ক্রেপ পলিসি নিয়ে বড়সড় ঘোষণা করা হয়েছে। তাহলে কি এবার পাকাপাকিভাবে বাদ পড়ছে পুরানো গাড়ি?

বড় সিদ্ধান্ত নির্মলার

বড় সিদ্ধান্ত নির্মলার

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা অনুযায়ী এখন থেকে ১৫ বছরের পুরানো এবং এর থেকেও পুরানো সরকারি গাড়ি আর রাস্তায় চলবে না। ১৫ বছর বা তার বেশি বয়সের যানবাহন স্ক্র্যাপে দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর মতে, এই সমস্ত গাড়ি রাস্তায় চলার জন্যে সম্পূর্ণ ভাবে আনফিট। শুধু তাই নয়, এই ধরনের গাড়ি দূষণের মাত্রা বাড়ায়। ফলে এবারের বাজেট এই নিয়ে বড় ঘোষণা করা হয়েছে।

এটা কি বলে ফেললেন...

এটা কি বলে ফেললেন...

তবে স্ক্রেপ পলিসি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বেশ কিছুটা অস্বস্তিতে পড়ে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দূষণ ছড়াচ্ছে এমন পুরানো গাড়িগুলিকে স্ক্রেপ করতে এবং পলিসি বদলের উপর সরকার কাজ করছে বলে এদিন বক্তব্য রাখছিলেন নির্মলা সীতারমণ। একেবারে বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নির্মলা সীতারমণের মুখ ফস্কে যায়!! আর তাতে পুরানো পলিউটিং ভ্যাইক্যালের জায়গাতে ওল্ডো পলিটিক্যাল... বলে ফেলেন। যদি সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে শুধরে নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুধু তাই নয়, ক্ষমাও চেয়ে নেন তিনি। এহেন মন্তব্যের জন্যে ক্ষমাও চেয়ে নেন অর্থমন্ত্রী।

একাধিক বড় ঘোষণা

একাধিক বড় ঘোষণা

বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরে ১৫ বছর কিংবা এর থেকেও বেশি পুরানো গাড়িগুলি বাতিল করার কথা বলা হয়েছিল। অবশেষে এই বিষয়ে বড় সিদ্ধান্ত বাজেটে। অন্যদিকে এদিন বাজেটে একাধিক বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। ভারতীয় রেলে ব্যাপক বিনিয়োগ করা হয়েছে এবার। এই বাজেটে ভারতীয় রেলের জন্যে 2.4 লাখ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণা ভারতীয় রেলের জন্যে সবথেকে বেশি বরাদ্দের ঘোষণা। এছাড়াও ভারতীয় রেলের জন্যে এই বাজেট 2013-14 সালের রেলবাজেট থেকে ৯ গুন বেশি। বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় রেলের জন্যে এই ঘোষণায় নানা ভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ।

 করে বড়সড় ছাড়

করে বড়সড় ছাড়

অন্যদিকে করে বড়সড় ছাড় দেওয়া হয়েছে। আগে বছরে ৫ লাখ টাকা পর্যন্ত রোজগারে কোনও কর দিতে হত না। দীর্ঘদিন ধরেই আরও ছাড়ের কথা বলা হচ্ছিল। এবার তা বাড়িতে ৭ লাখ টাকা করা হয়েছে। এতে মধ্যবিত্তের হাতে কিছুটা বাড়তি টাকা আসবে বলে মনে করা হচ্ছে।

English summary
nirmala sitharaman proposed more allocation for scrapping 15 years old vehicle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X