For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে সাংসদদের হেনস্থার প্রতিবাদে সংসদে গর্জে উঠল তৃণমূল, তুমুল হট্টগোল

অসমে তৃণমূল কংগ্রেস নেতা-সাংসদদের বিমানবন্দরে হেনস্থা করার অভিযোগে সংসদে বিক্ষোভ ও প্রতিবাদ জানালেন দলীয় সাংসদরা।

  • |
Google Oneindia Bengali News

অসমে তৃণমূল কংগ্রেস নেতা-সাংসদদের বিমানবন্দরে হেনস্থা করার অভিযোগে সংসদে বিক্ষোভ ও প্রতিবাদ জানালেন দলীয় সাংসদরা। মহিলাদের উপরে অত্যাচার করেছে পুলিশ। এমনই অভিযোগ আনা হয়েছে। এনআরসি ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাদ যাওয়া ৪০ লক্ষ মানুষের মধ্যে ৮০-৮৫ শতাংশই বাঙালি। আট সদস্যের প্রতিনিধি দল অসমে পৌঁছতেই তাঁদের আটক করা হয়। এই দলের প্রতিনিধিরা জন প্রতিনিধি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁরা গিয়েছিলেন। সেখানেই অসম পুলিশ নিন্দনীয় আচরণ করেছে। এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য দাবি করেন তিনি।

 অসমে সাংসদদের হেনস্থার প্রতিবাদে সংসদে গর্জে উঠল তৃণমূল, তুমুল হট্টগোল

মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই বলেছিলেন, দেশে সুপার এমার্জেন্সি চলছে। যদি সত্যিই অসমের পরিবেশ শান্ত থাকে তাহলে কেন ১৪৪ ধারা জারি করা হয়েছে? তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল অসমে গিয়েছিলেন। বিমানবন্দরেই অসভ্যতা করা হয়েছে। এঁরা সকলেই বিশিষ্ট মানুষ, জন প্রতিনিধি। মহিলাদেরও হেনস্থা করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা করে মমতা বলেন, কেন্দ্রের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হয়নি।

এদিন যার জেরে লোকসভায় স্লোগান দিতে শুরু করেন তৃণমূল সাংসদরা। জিরো আওয়ারে অধ্যক্ষ সুমিত্রা মহাজনের কাজ চালিয়ে যাওয়ার মাঝেই বিক্ষোভ চলে। এছাড়া রাজ্যসভায় তৃণমূল প্রিভিলেজ মোশন নোটিশও দেয়।

[আরও পড়ুন:তৃণমূল সদস্যদের সঙ্গে অনুপ্রবেশকারীর মতো ব্যবহার! 'বন্দি'দশা থেকে ফিরে সরব সুখেন্দু][আরও পড়ুন:তৃণমূল সদস্যদের সঙ্গে অনুপ্রবেশকারীর মতো ব্যবহার! 'বন্দি'দশা থেকে ফিরে সরব সুখেন্দু]

শিলচরে তৃণমূলের দুজনে গ্রেফতার করা হয়েছে বলে ক্ষোভ উগরে দেন সাংসদ ডেরেক ও'ব্রায়েন। যার প্রতিবাদে বারবার লোকসভায় বিক্ষোভ দেখিয়ে কর্মকাণ্ড থমকে দেন তৃণমূল সাংসদরা।

[আরও পড়ুন:অসম চুক্তি ১৯৮৫ ও পরবর্তীকালে এনআরসি নিয়ম যা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে, জেনে নিন সংক্ষিপ্ত ইতিহাস ][আরও পড়ুন:অসম চুক্তি ১৯৮৫ ও পরবর্তীকালে এনআরসি নিয়ম যা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে, জেনে নিন সংক্ষিপ্ত ইতিহাস ]

English summary
Ruckus in Parliament for heckling of Trinamool delegation in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X