For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন করে এনআরসি-র ভাবনা অসমে, আসুর সঙ্গে কথা বলছেন হিমন্ত বিশ্বশর্মা

নতুন করে এনআরসি-র ভাবনা অসমে, আসুর সঙ্গে কথা বলছেন হিমন্ত বিশ্বশর্মা

  • |
Google Oneindia Bengali News

২০১৯ এর অগাস্ট মাসে অসমে এনআরসির ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছিল৷ যা নিয়ে প্রচুর বিরোধিতা শুর হয়েছিল সে সময়৷ এ বার এনআরসি-র ওই তালিকা বদল করে নতুন করে অসমে এনআরসি করার কথা বললেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ রবিবার গুয়াহাটিতে ছাত্রদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিশ্বশর্মা। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন৷ এবং বলেন, 'আমার মনে হয় এনআরসির ফাইনাল তালিকার আরও একবার মূল্যায়নে ভুলভ্রান্তি শুধরে নিয়ে নতুন করে তা প্রকাশ করা উচিৎ৷ এ বিষয়ে আমরা অল অসম স্টুডেন্ট ইউনিয়নের নেতৃত্বের সঙ্গেই বৈঠকে বসে আলোচনাও চলছে৷'

নতুন করে এনআরসি-র ভাবনা অসমে, আসুর সঙ্গে কথা বলছেন হিমন্ত বিশ্বশর্মা

২০১৯ এ অসমে এনআরসির ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার পর বেশ কিছু বিষয়ে কড়া বিরোধিতা এসেছিল রাজ্যটিতে প্রভাবশালী অল অসম স্টুডেন্ট ইউনিয়ন সহ একাধিক অসমিয়া জাতীয়তাবাদী দলের থেকে৷ এরপর আগুনে ঘৃতাহুতি হয় যখন কেন্দ্র সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসে৷ এবং এনআরসির পরপরই তা অসমে লাগু করার চেষ্টা করে৷ সে সময় গুয়াহাটি থেকে অসমের বড় অংশে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে আসু (AASU) সহ অন্যান্য অসমীয়া জাতীয়তাবাদী দলগুলি। এই আন্দোলন অনেক জায়গাতেই হিংসাত্মক আকার নিয়েছিল! বিষয় এমন জায়গাতে পৌঁছেছিল যে নিয়ন্ত্রনে কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত নামতে হয়েছিল। এমনকি রাজধানী গুয়াহাটিতে রাস্তা ও দেওয়ালে গো ব্যাক মোদী স্লোগান লেখা হয়েছিল সে সময়৷

দলবদলের ঘায়ে 'বিপর্যস্ত' দিলীপ ঘোষের পরিবার! তৃণমূলের যোগদান দাদার দলবদলের ঘায়ে 'বিপর্যস্ত' দিলীপ ঘোষের পরিবার! তৃণমূলের যোগদান দাদার

সে সময় শক্তহাতে পরিস্থিতি সামলেছিল রাজ্যে ক্ষমতাসীন বিজেপি৷ তবে এবার ২০২৪ এর আসন্ন লেকসভা নির্বাচনের কথা মাথায় রেখে অসমীয়া জাতীয়তাবাদী আবেগকে সম্মান জানিয়ে এরপর আবার সব পক্ষকে নিয়ে আলোচনা করে নতুন এনআরসি তালিকা প্রকাশ করতে চাইছে বিজেপি৷ কিছুদিন আগেই অসমের কৃষিমন্ত্রর অতুল বোরা জানিয়েছেন যে এনআরসির ফাইনাল তালিকা রিভিউ করার জন্য সুপ্রির্ম কের্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অসমের বিজেপি সরকার ও অসমীয়া জাতীয়তাবাদী দল অল অসম স্টুডেন্ট ইউনিয়নের নেতারা বৈঠক করেছেন 'অসম একর্ড'কে কিভাবে লাগু করা যায় সে নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে৷

আসুর অ্যাডভাইজর সমুজ্জল ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০১৯ এর অগস্টে বেরনো এনআরসি-র ফাইনাল তালিকায় প্রচুর অনুপ্রবেশকারী বাংলাদেশীর নাম রয়েছে৷ আমরা এই বিষয়টির বিরোধিতা করে আসছি। আমরা চাই বাংলাদেশী অনুপ্রবেশকারী মুক্ত অসম৷ এবং সে জন্যই ওই এনআরসি তালিকার রিভিউর দাবি উঠছে৷

English summary
The idea of a new NRC in Assam, CM Himanta Bishwasarma talks to AASU
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X