For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের মন্ত্রকের দায়িত্ব পেলেন নীতিন গড়করি

Google Oneindia Bengali News

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের মন্ত্রকের দায়িত্ব পেলেন নীতিন গড়কড়ি
নয়াদিল্লি, ৫ জুন : গোপীনাথ মুন্ডের মৃত্যুর পর তাঁর মন্ত্রক পেতে চলেছেন ভূতল পরিবহন ও জাহাজ মন্ত্রী নীতিন গড়কড়ি। অতএবার নিজের মন্ত্রকের পাশাপাশি এবার থেকে গ্রামোন্নয়ন, পঞ্চায়েতি রাজ এবং পানীয় জল মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন গড়কড়ি। মঙ্গলবার পথদুর্ঘটনায় মৃত্যু হয় গোপীনাথ মুন্ডের। বুধবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন হয়েছে। এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় মন্ত্রিসভার এই নয়া প্রয়োজনীয় ঘোষণা।

যদিও আগামী দিনে মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। মন্ত্রিসভা সম্প্রসারণের পর মুম্ডের মন্ত্রকের জন্য নয়া মন্ত্রী ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত এই অতিরিক্ত দায়িত্ব সামলাবেন নীতিন গড়করিই।

সূত্রের খবর অনুযায়ী, আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ সম্পূর্ণ করতে চান প্রধানমন্ত্রী।

তবে যতদিন না মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে ও মুন্ডের মন্ত্রকের দায়িত্বভার অন্য কারও উপরে দেওয়া না হচ্ছে ততদিন গড়করির কাঁধে চাপ পড়বে অনেকটাই। কিন্তু বছর ৫৭-র এই প্রবীন বিজেপি নেতা যে সে চাপ নিতে সমর্থ তা বুঝতে পেরেই তাঁকে এই দায়িত্ব প্রধানমন্ত্রী অস্থায়ীভাবে তুলে দিয়েছেন বলেই মনে করছেন আমলাদের একাংশ।

গোপীনাথ মুন্ডের মতো নীতিন গড়করিও মহারাষ্ট্র থেকেই এসেছেন। এই প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন তিনি। বিদর্ভ থেকে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিলাস মুট্টেমওয়ারকে হারিয়ে লোকসভায় আসেন গড়করি।

English summary
Nitin Gadkari gets Munde portfolio
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X