For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাণে একেবারে মেরে ফেলা হবে! ফোন করে হুমকি কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গডকরিকে

প্রাণে মেরে ফেলা হবে! এমনই হুমকি পেলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গডকরি। আর এরপরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় কেন্দ্রীয়মন্ত্রীর প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ফোন এসেছে বলে জানা যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

প্রাণে মেরে ফেলা হবে! এমনই হুমকি পেলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গডকরি। আর এরপরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় কেন্দ্রীয়মন্ত্রীর প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ফোন এসেছে বলে জানা যাচ্ছে। নীতীন গডকরির নাগপুরের অফিসের নম্বরে এই ফোন এসেছে বলে খবর।

আর এরপরেই মন্ত্রীর নাগপুরের অফিসের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত আরও সুরক্ষাকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

কয়েক মিনিটের ব্যবধানে দুবার ফোন আসে

কয়েক মিনিটের ব্যবধানে দুবার ফোন আসে

জানা যাচ্ছে, সকাল সাড়ে ১১ টা নাগাদ নাগপুরের খামলা চকে নিতিন গড়কড়ির অফিসে প্রথম ফোন আসে। যেখানে হুমকি দিয়ে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রীকে প্রাণে মেরে ফেলা হবে। আর তা বলেই ফোন রেখে দেয় ওই অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি। এরপর ১১ টা ৪০ মিনিট ফের একটি ফোন আসে। সেখানে একই ভাবে কেন্দ্রীয়মন্ত্রীকে সাবধান হওয়ার পরামর্শ দেন ওই ব্যাক্তি। আর এরপরেই মন্ত্রীর অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা সুরক্ষা কর্মীরা অ্যালার্ট হয়ে যান। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এমন বারবার হুমকি ফোন ঘিরে রীতিমত চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে।

 নাগপুর পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু

নাগপুর পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু

গোটা বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়। আর এরপরেই নাগপুর পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনার পরেই বিজেপি নেতার দফতরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তাঁর বাসভবন থেকে নীতিন গড়কড়ির অফিসের দূরত্ব মাত্র ১ কিমি। ফলে বাড়িতেও নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, কোথা থেকে ফোনটি এসেছিল তা লোকেট করার চেষ্টাও করা হচ্ছে পুলিশের তরফে।

দাউদের নাম করে কেন্দ্রীয় মন্ত্রীকে হুমকি

দাউদের নাম করে কেন্দ্রীয় মন্ত্রীকে হুমকি

নাগপুর পুলিশ জানাচ্ছে, দাউদের নাম করে কেন্দ্রীয় মন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১০০ কোটি টাকা দাবি করা হয়েছে বলেও খবর। তবে পুলিশের প্রাথমিক ধারনা, কর্নাটকের কোনও একটা জায়গা থেকে মন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে। পুলিশের দাবি, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে। বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গডকরির খাস তালুক নাগপুর। সাংসদীয় এলাকাও বটে। নীতীন গড়করি এবং তাঁর মন্ত্রক যেভাবে কাজ করে তা সবসময়ে নজর কাড়ে সবার। এমনকি একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকেও পিছনে ফেলে দিয়েছেন কাজের নিরিখে। দেশের সড়ক পরিকাঠামোকে বিশ্বমানের করার জন্য গত 8 বছরে চমৎকার কাজ করেছেন নীতিন গড়করি। তাঁর মন্ত্রক রাজ্যগুলির সঙ্গে জাতীয় সড়কের যোগাযোগের ক্ষেত্রে দারুন কাজ করছ

English summary
Central minister Nitin gadkari gets threat call, given death threat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X