For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতীন গড়করিকে হুমকি ফোন! প্রাথমিক তদন্তে সামনে বিস্ফোরক তথ্য

প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গডকরিকে হুমকি ফোন কাণ্ডে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ। শনিবারের হুমকির পরে এদিন মহারাষ্ট্র পুলিশের একটি দল বেলগাভির নিন্দলগা কারাগারে কুখ্যাত গ্যাংস্টারকে

  • |
Google Oneindia Bengali News

প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গডকরিকে হুমকি ফোন কাণ্ডে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ। শনিবারের হুমকির পরে এদিন মহারাষ্ট্র পুলিশের একটি দল বেলগাভির নিন্দলগা কারাগারে কুখ্যাত গ্যাংস্টারকে জিজ্ঞাসাবাদের জন্য যায়। পুলিশের সন্দেহ এই হুমকি ফোনের পিছনে সেই রয়েছে।

নীতীন গড়করিকে হুমকি ফোন! প্রাথমিক তদন্তে সামনে বিস্ফোরক তথ্য

এদিন নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছে, পুলিশের একটি দল জিজ্ঞাসাবাদ করেছে। তবে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য শনিবার নাগপুরের খামলা এলাকায় শনিবার সকাল ১১.২৫ থেকে ১২.৩০-এর মধ্যে গডকড়ির জনসংযোগ অফিসের ল্যান্ডলাইন নম্বরে তিনটি হুমকি ফোন আসে। সেখানে ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের সদস্য বলে দাবি করে। একইসঙ্গে ওই ব্যক্তি ১০০ কোটি টাকা দাবি করে। না হলে মন্ত্রীর ওপরে হামলার হুমকি দেয়। এই ঘটনার পরেই নাগপুরে কেন্দ্রীয় মন্ত্রীর অফিস ও বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই হুমকি ফোনের পরেই কলটি কর্নাটক থেকে এসেছে বলে জানায় পুলিশ। তারপরে শনিবার রাতে বেলগাভির জেলে নাগপুর পুলিশ এবং অ্যান্টি টেররিজম স্কোয়াডের একটি দলকে পাঠানো হয়। সূত্রের খবর অনুযায়ী, কলটি করেছিল কুখ্যাত গ্যাংস্টার জয়েশ পূজারি। জেল কর্তৃপক্ষ ওই গ্যাংস্টারের ডায়েরি বাজেয়াপ্ত করেছে। মোবাইল ফোন ব্যবহার করে সে ফোন করেছিল বলে জানা গিয়েছে।
এথানে উল্লেখ করা প্রয়োজন ওই আসামী জেলের সাজা ভোগ করছে। তার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টার মতো বেশ কিছু মামলা রয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন তদন্তের পরেই নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব হবে।

অভিযুক্তকে একটি হত্যা মামলায় আদালত মৃত্যুদণ্ডও দেয়। সে এতটাই ভয়ঙ্কর যে ২০১৬-কে জেল থেকে পালিয়ে গিয়েছিল। পরে কর্নাটকের পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত এর আগে কয়েকজন সরকারি আধিকারিককেও হুমকি ফোন করেছিল বলে জানা গিয়েছে।

অমর্ত্য সেন যা বলেছেন ঠিক বলেছেন! মমতা-তৃণমূলকে নিয়ে CPIM-এর অবস্থান স্পষ্ট করলেন সুজন চক্রবর্তীঅমর্ত্য সেন যা বলেছেন ঠিক বলেছেন! মমতা-তৃণমূলকে নিয়ে CPIM-এর অবস্থান স্পষ্ট করলেন সুজন চক্রবর্তী

English summary
Maharashtra police has started investigation on threat call to Nitin Gadkari to Belgavi jail.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X