For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তা খারাপ, প্রকাশ্যে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী, হাততালিতে ফেটে পড়ল জনতা

Google Oneindia Bengali News

রাস্তা খারাপ তাই কেন্দ্রীয় মন্ত্রী ক্ষমা চাইলেন একদম জনসমক্ষে। আর তাতেই জনতা খুশ। সবাই তাকে হাততালিতে তাকে বিশেষ অভিবাদন জানালেন। ক্ষমা চাইলেন নিতিন গড়করি। তিনি এমনটা করেন মধ্যপ্রদেশে খারাপ হাইওয়ের জন্য। আর তাতেই সবাই খুশি।

কী বলেন নিতিন গড়করি ?

কী বলেন নিতিন গড়করি ?

নিতিন গড়করি জনসমক্ষে এসে বলেন যে, " আমি খুব দুঃখিত এবং ব্যথিত। আমার ক্ষমা চাইতে কোনও দ্বিধা নেই যদি কোনও ভুল হয়ে যায় তার জন্য। ভুল কাজ হয়েছে মন্ডলা - জব্বলপুর হাইওয়েতে। বারেলা মন্ডলা যে ৬৩ কিলোমিটার লম্বা রাস্তা তৈরি হয়েছে তাতে খরচ হয়েছে ৪০০ কোটি টাকা, কিন্তু কাজ ভালো হয়নি। সেটা আমি দেখেছি। তাই আই ক্ষমা চাইচি এই ভুলের জন্য"। এরপর তিনি নতুনভাবে ওই রাস্তা তৈরির নির্দেশ দেন।

স্টেজে তখন উপস্থিত আছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজেও। তাঁর সামনেই এই ক্ষমা চান নীতিন গড়করি। আর এরপর করতালি দিয়ে সবাই তাকে অভিবাদন দেন।

 = আর কী বলেন তিনি?

= আর কী বলেন তিনি?

এখানে সমস্যা আছে এবং আমি জানি এই সমস্যা অনেকেই ভোগ করছেন। আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলেছি। আমি তাঁদের বলেছি যে যা কাজ বাকি আছে তা নিয়ে আলোচনা ক্রুন। তারপর কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে আসুন দ্রুত। এই কথা হয়। আমি কাজ বন্ধ করে দিয়েছি। আবার সব ঠিক করে করতে বলেছি। আবার নতুন টেণ্ডার করা হয়েছে, ভালো রাস্তা আশা করি আমরা নতুন ভাবে কফ্রে দিতে পারব। আপনারা এতদিন পর্যন্ত যা অসুবিধা ভোগ করেছেন তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।"

 আটটি রাস্তার প্রজেক্ট

আটটি রাস্তার প্রজেক্ট


গড়করি ও শিবরাজ এদিন এসঙ্গে আটটি রাস্তার প্রজেক্ট উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন যে, তিনি মধ্যপ্রদেশকে ৬ লক্ষ কোটি টাকার রাস্তা বানিয়ে দেবেন। তিনি বন পরিস্কার করা এবং জমি নিয়ে যা কাজ আছে তা দ্রুত শেষ করতে বলেন।

স্পষ্ট বক্তা

স্পষ্ট বক্তা


নিতিন গড়করি বরাবরই স্পষ্ট বক্তা। এর জন্য তাকে দলে অনেক সময়ে সমস্যায় পড়তে হয়েছে। তিনি আবার এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রসংসা করে বলেন আমরা ওনার কাছে ঋণী। তিনি দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছিলেন আবার দেশকে নেতৃত্ব দিয়েছেন দশ বছর ধরে।

তিনি বলেন, "তাঁর উদার অর্থনীতির জন্য দেশ নয়া দিশা পেয়েছিল। সেই জন্য দেশের ওনার কাছে ঋণী থাকা উচিৎ।" আগেও তিনি একাধিকবার বিপক্ষের ভালো কাজের প্রসংসা করেছেন।

১৫৩ কেজি ওজন অভিযুক্তর, 'ভয়ে' আর্থিক তছরুপকারীকে ছেড়ে দিল আদালত ১৫৩ কেজি ওজন অভিযুক্তর, 'ভয়ে' আর্থিক তছরুপকারীকে ছেড়ে দিল আদালত

English summary
nitin gadkari askes apology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X