For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোটে কাঁটা ছড়ালেন মায়া! তিন রাজ্যে জয়ের পরও 'একা' হয়ে যাচ্ছেন রাহুল

কংগ্রেসকে অন্ধকারে রেখে উত্তরপ্রদেশে আসনরফা একপ্রকার পাকা করেছেন মায়াবতী-অখিলেশরা। এবার মধ্যপ্রদেশ নিয়েও দিলেন বার্তা। কংগ্রেস সেখানেও ব্রাত্য।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসকে অন্ধকারে রেখে উত্তরপ্রদেশে আসনরফা একপ্রকার পাকা করেছেন মায়াবতী-অখিলেশরা। এবার মধ্যপ্রদেশ নিয়েও দিলেন বার্তা। কংগ্রেস সেখানেও ব্রাত্য। কংগ্রেস তিন রাজ্যে জেতার পরই ঘুরে যাচ্ছেন জোটসঙ্গীরা। হঠাৎ অন্ধকারে চলে যাচ্ছে মোদী বিরোধী জোটের ভবিষ্যৎ। বিজেপি যেখানে জোটসঙ্গীদের একত্রিত করে সঙ্ঘবদ্ধ হচ্ছে, কংগ্রেস তখন ব্যাকফুটে।

একা লড়বে বিএসপি

একা লড়বে বিএসপি

সম্প্রতি মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। তবে বৃহত্ত্ম দল হলেও মাত্র দুটি আসনের জন্য এই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি কংগ্রেস। এই অবস্থায় মায়াবতী সমর্থন দেওয়ার কথা জানিয়েছে কংগ্রেসের সরকারকে। কিন্তু এই রাজ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে না বিএসপি। এককভাবে লড়ার কথা জানিয়েছে বসপা।।

মধ্যপ্রদেশে বার্তা সহসভাপতির

মধ্যপ্রদেশে বার্তা সহসভাপতির

বসপার সহ সভাপতি রামজি গৌতম জানিয়েছেন, মধ্যপ্রদেশের সব লোকসভা আসনেই তাঁরা এককভাবে লড়বেন। কারও সঙ্গেই প্রাক নির্বাচনী জোট করে লড়াউ পক্ষপাতী নন তাঁরা। সেই মতোই প্রস্তুতি শুরু করা হয়েছে। নেত্রীর তরফেও তেমন ইঙ্গিত মিলেছে বলে জানান তিনি। উল্লেখ্য, মধ্যপ্রদেশ বিধানসভায় এককভাবে লড়ে দুটি আসনে জয়ী হয় মায়াবতীর দল।

মহাজোটে কাঁটা বিএসপির

মহাজোটে কাঁটা বিএসপির

মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণার পর লোকসভায় জোট নিয়ে সুর নরম করবেন মায়াবতী, এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু আদতে দেখা যাচ্ছে, তেমন কোনও লক্ষণ নেই। তিনি তাঁর জায়গায় স্থির আছেন। তিনি একা লড়ার বার্তা দিয়ে প্রাক নির্বাচনী মহাজোটে কাঁটা বিছিয়ে দিলেন।

জয়েও চাপে কংগ্রেস

জয়েও চাপে কংগ্রেস

মধ্যপ্রদেশে ৩০টি আসনের মধ্যে ২০১৪-য় ২৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। কংগ্রেস জিতেছিল মাত্র দুটি আসন। তবে এবার বিধানসভায় এই রাজ্যে চাকা ঘুরিয়ে দিয়েছে কংগ্রেস। বিজেপিকে টেক্কা দিয়ে বৃহত্ত্ম দল হয়ে গঠন করেছে সরকার। লোকসভাতেও ভালো ফল করার আশা করছে রাহুল ব্রিগেড। তবে মায়াবতীর দলের একলা চলার বার্তায় চাপে কংগ্রেস।

কংগ্রেসকে ছাড়া জোট-প্রবণতা

কংগ্রেসকে ছাড়া জোট-প্রবণতা

রাজনৈতিক মহল মনে করেছিল তিন রাজ্যে জয়ের পর কংগ্রেসকে সামনে রেখে সমস্ত বিরোধী দলের একটা জোটবদ্ধ চিত্র ধরা পড়বে। কিন্তু দেখা গেল উল্টোচিত্র। কংগ্রেসকে বাদ দিয়ে জোটবদ্ধ হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে রাজ্যে রাজ্যে। উত্তরপ্রদেশে মায়াবতী ও অখিলেশ যাদব আসনরফা চূড়ান্ত করেছেন। এবার মধ্যপ্রদেশ নিয়েও বার্তা দিলেন।

English summary
Mayawati’s BSP gives message to Congress of lonely in Madhya Pradesh. BSP decides without Congress for Loksabha Election 2019. v
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X