For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে মঞ্চ বেঁধে একদিনের ধরনায় চন্দ্রবাবু, ওড়ালেন প্রায় ২ কোটি টাকা

চন্দ্রবাবু নাইড়ুর ধরনার জন্য খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা।

  • |
Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবিতে ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানী দিল্লিতে একদিনের প্রতীকী ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু। আর সেই ধরনার জন্য খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা। এমনটাই সংবাদমাধ্যম সূত্রে উঠে এসেছে।

অন্ধ্রপ্রদেশ সরকার মোট ২৫০০ জন নেতা-কর্মীদের থাকার বন্দোবস্ত দিল্লিতে করেছিল। টিডিপি দলের লোকেরাই সেই ব্যবস্থা করেছিলেন। এর মধ্যে ২৬জন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী, ১২৭জন বিধায়ক, ৪১জন অন্ধ্র এমএলসি, ১৫ জন চেয়ারপার্সন, ১৫০জন কর্মিসভার সদস্য ও ২০০০ জন সমর্থক ছিলেন।

দিল্লির বিভিন্ন হোটেলের রুম ভাড়া করা হয়েছিল। সেখানেই আগে থেকে এসে সাংসদ-বিধায়ক-কর্মী-সমর্থকেরা ছিলেন। সেখান থেকে সকালে সকলে অন্ধ্র ভবনের সামনে জড়ো হয়ে যান।

এর পাশাপাশি গত সপ্তাহে শোনা গিয়েছিল, সদস্য-সমর্থকদের দিল্লি আনতে ট্রেনের ৪০টি বগি ভাড়া করে সকলকে নিয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজকোষ থেকে সেজন্য দিতে হয়েছে ১.১২ কোটি টাকা। এই নিয়েও বিস্তর সমালোচনা হয়েছে।

[আরও পড়ুন: একদশকের মধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, পেট্রোটেক এর অনুষ্ঠানে এসে ঘোষণা মোদীর ][আরও পড়ুন: একদশকের মধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, পেট্রোটেক এর অনুষ্ঠানে এসে ঘোষণা মোদীর ]

প্রসঙ্গত, এদিন চন্দ্রবাবু নাইড়ুর ধরনা সভায় কংগ্রেস নেতা থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের নেতাদের দেখা গিয়েছে। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও এসে চন্দ্রবাবুর পাশে দাঁড়িয়েছেন।

[আরও পড়ুন:টুইটারে অভিষেক, একটাও টুইট না করেই বিপুল সমর্থনে ভাসলেন প্রিয়াঙ্কা ][আরও পড়ুন:টুইটারে অভিষেক, একটাও টুইট না করেই বিপুল সমর্থনে ভাসলেন প্রিয়াঙ্কা ]

English summary
For his day-long protest, Chandrababu Naidu spends nearly 2 crores
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X