For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর রোড শোয়ে হুড়োহুড়ি, ফের পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর রোড শোয়ে হুড়োহুড়ি, ফের পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

Google Oneindia Bengali News

চন্দ্রবাবু নাইডুর রোড শোয়ে ফের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। নেল্লোরের পর এবার গুণ্ডুরে ঘটেছে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। রবিবার গুন্টুরে সংক্রান্তি কুনুকার আয়োজন করা হয়েছিল। সেখানে চন্দ্রবাবু নাইডুর উপস্থিত থাকার কথা ছিল। তাঁর জন্যই টিডিপির পক্ষ থেকে রোড শোয়ের আয়োজন করা হয়েছিল। বিপুল জনসমাবেশে সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আহত হয়েছেন একাধিক।

ফের পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

এক সপ্তাহ আগে নেল্লোরে চন্দ্রবাবু নাইডুর রোড শোয়ে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। তারপরে আবার একই ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে। সূত্রের খবর চন্দ্রবাবু নাইডু ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যায় সেখানে আসা টিডিপি সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে পড়ে গিয়েছিলেন অনেকেই। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই তিন জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

গুণ্টুরের পুলিশ সুপার আরিফ হাফিজ জানিয়েছেন টিডিপি সুপ্রিমো আসবেন জেনে তাঁর কর্মীসমর্থকদের ভিড় বেড়ে গিয়েছিল সেই অনুষ্ঠানে। জায়গা তেমন না থাকায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এবং তখনই ঠেলাঠেলিতে পড়ে গিয়ে ৩ জন পদপিষ্ট হন। একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এএনআইকে এক আহত শিব পার্বতি জানিয়েছেন, সেখানে টিপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে উপহার দেওয়া হবে। সেকারণেই বিশাল ভিড় হয়েছিল। কিন্তু কোনও উপহার দেওয়া হয়নি। উল্টে হুড়োহুড়িতে ৩ জনের প্রাণ গিয়েছে। টিডিপির পক্ষ থেকে কেউ সেরকম ভাবে সাহায্যে এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু তাতেও ক্ষোভ মিটছে না মানুষের মধ্য। তাঁরা অভিযোগ করেছেন উপহার দেওয়ার প্রলোভন দিয়ে মানুষকে ডেকে আনছেন রোড শোয়ে চন্দ্রবাবু নাইডু। কিন্তু তাঁদের জন্য সুষ্ঠু কোনও ব্যবস্থা করা হচ্ছে না। নেল্লোরেও একই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেছেন তাঁরা। সেখানেও উপহার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল টিডিপির পক্ষ থেকে। কিন্তু কোনও উপহার মেলেনি। উল্টে ৮ জন পদপিষ্ট হয়ে মারা গিয়েিছলেন। সেই ঘটনার পর ২৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

English summary
3 dead in stamped at Nellor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X