For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের মুখ্যমন্ত্রী হওয়ার পথে কাঁটা বিছিয়ে দিল বিজেপি, গোয়া মডেলে ফের মাত কংগ্রেস

গোয়া মডেলেই ফের কংগ্রেসকে বাজিমাত করল বিজেপি। মেঘালয়ও হাতছাড়া হল কংগ্রেসের। মাত্র দুটি আসন পেয়েই মেঘালয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি।

Google Oneindia Bengali News

গোয়া মডেলেই ফের কংগ্রেসকে বাজিমাত করল বিজেপি। মেঘালয়ও হাতছাড়া হল কংগ্রেসের। মাত্র দুটি আসন পেয়েই মেঘালয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। রবিবার সন্ধ্যাতেই মেঘালয়ে মেঘ কেটে গেল ঠিকই, কিন্তু উত্থাপন করল অনেক প্রশ্নের।
শেষপর্যন্ত মাত্র দুজনে বিধায়ক নিয়ে বিজেপিই ছড়ি ঘোরাল মেঘালয়ে। এক মঞ্চে নিয়ে এল এনপিপি ইউডিপি ও নির্দল-সহ অন্যান্যদের। ফলে ৬০ আসন বিশিষ্ট মেঘালয়ে ৩৪জন বিধায়ক নিয়ে সরকার গঠনের পথে এগিয়ে গেল বিজেপি। এই নিয়ে ২১টি রাজ্যে কায়েম হতে চলেছে বিজেপি তথা এনডিএ-শরিকের শাসন।

মুকুলের মুখ্যমন্ত্রী হওয়ার পথে কাঁটা বিছিয়ে দিল বিজেপি, গোয়া মডেলে ফের মাত কংগ্রেস

[আরও পড়ুন: ২০২২ তো বহু দূর! ২০১৮-তেই মোদীর শেষ ভাষণ, চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ][আরও পড়ুন: ২০২২ তো বহু দূর! ২০১৮-তেই মোদীর শেষ ভাষণ, চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ]

গোয়া-মডেলের পুনরাবৃত্তি রুখতে শনিবার ফল বের হওয়ার পরই ঝাঁপিয়ে পড়েছিল কংগ্রেস। প্রবীন কংগ্রেস নেতা কমলনাথকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মেঘালয়ে। কিন্তু শেষরক্ষা হল না। বিজেপিই এক চালে মাত করে ছাড়ল মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বাধীন কংগ্রেস শিবিরকে। তাঁরা এনপিপিকে বিনা শর্ত সমর্থনের কথা জানাল। সেইসঙ্গে নির্দল-সহ অন্যান্য দলকে রাজি করিয়ে ম্যাজিক ফিগারও জোগাড় করে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করল এনপিপিকে।

সেইমতোই এবার মেঘালয়েও পরিবর্তন আনল বিজেপি। মেঘালয়ে এবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন কোরনাড সাংমা। তিনি প্রাক্তন কংগ্রেস নেতা পিএ সাংমার ছেলে। তাঁকেই সমর্থনের আশ্বাস দিতেই মেঘালয়ের মেঘ কেটে পরিবর্তনের আবহ তৈরি হয়ে গেল। এরপরই তিনি দেখা করেন রাজ্যপাল গঙ্গাপ্রসাদের সঙ্গে। এরপরই কোরনাডকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল।

এর ফলে ত্রিশঙ্কু মেঘালয়ে একক বৃহত্তম দল হয়েও সরকার গঠনের ডাক পাচ্ছে না কংগ্রেস। ২১টি আসন নিয়েও মুকুল সাংমা ডাক পাচ্ছেন না, অথচ ১৭ আসন পেয়েই কোরনাড ডাক পাচ্ছেন সরকার গড়ার। আর তা সম্ভব হচ্ছে স্রেফ বিজেপি ম্যাজিকে। উল্লেখ্য গোয়ায় একই কায়দায় সরকার গড়েছিল বিজেপি এবং মণিপুরও অনেকটা একই কায়দা প্রয়োগ করা হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ তো নয়ই, এমনকী একক বৃহত্তম দল না হয়েও তারা সরকার গঠনের পথে।

[আরও পড়ুন:'হেভিওয়েট' অনুব্রত এখন জেড ক্যাটাগরির! আগামী লড়াইয়ের প্রস্তুতি শুরু মমতার][আরও পড়ুন:'হেভিওয়েট' অনুব্রত এখন জেড ক্যাটাগরির! আগামী লড়াইয়ের প্রস্তুতি শুরু মমতার]

English summary
Congress again lost a state as Meghalaya in Goa model. NPP builds government with support of BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X