For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদীজি পরের বার বিদেশ সফরে গেলে নীরবকে নিয়ে আসবেন', ব্যঙ্গ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের

মেঘালয়ে ভোটের প্রচারে গিয়ে মোদীকে তীব্র ব্যঙ্গ করে রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী যেন পরেরবার বিদেশ সফরে গিয়ে নীরব মোদীকে দেশে ফিরিয়ে আনেন।

  • |
Google Oneindia Bengali News

ললিত মোদী, বিজয় মালিয়ার পরে নীরব মোদী। একেরপর এক ব্যক্তি আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে বিজেপি সরকারে আসার পরে দেশ ছেড়ে পালিয়ে বিদেশের মাটিতে লুকিয়ে রয়েছে। কেন্দ্র তাদের ফিরিয়ে আনতে ব্যর্থ। এমনই অভিযোগ করে আসছে কংগ্রেস সহ বিরোধীরা। এমনকী কেন্দ্র অভিযুক্তদের পালিয়ে যেতে সাহায্য করেছে বলেই অভিযোগ উঠেছে।

'বিদেশে গেলে নীরবকে নিয়ে আসবেন', মোদীকে ব্যঙ্গ রাহুলের

এই অবস্থায় নীরব মোদী ইস্যুকে কোনওভাবেই হাতছাড়া করতে রাজি নয় কংগ্রেস। এই ইস্যুকে এখন তো বটেই আগামিদিনেও কংগ্রেস নির্বাচনের প্রচারে কাজে লাগাবে তা স্পষ্ট হয়ে গিয়েছে। এবং এক্ষেত্রে টার্গেট যে হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা স্পষ্ট করে দিয়েছেন কংংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

মেঘালয়ে ভোটের প্রচারে গিয়ে মোদীকে তীব্র ব্যঙ্গ করে রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী যেন পরেরবার বিদেশ সফরে গিয়ে নীরব মোদীকে দেশে ফিরিয়ে আনেন। রাহুলের ব্যঙ্গ, 'আমি সকলের হয়ে মোদীজিকে অনুরোধ করছি, তিনি যেন পরের বার বিদেশ সফরে গিয়ে নীরব মোদীকে ফিরিয়ে আনেন। আমরা দেশবাসী হিসাবে আমাদের কষ্টার্জিত টাকা ফিরে পেলে তাঁর প্রতি কৃতজ্ঞ থাকব।'

মেঘালয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট। তার আগে দ্বিতীয় ধাপে সেরাজ্যে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়েছেন রাহুল। এমনকী নীরবের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা টানতেও ছাড়েননি তিনি।

রাহুল বলেছেন, 'নীরব মোদী হিরে বিক্রি করেন। হিরে মানে বলা যায় স্বপ্ন। সেই নীরবই জনগণের টাকা মেরে পালিয়ে গেলেন। সরকার তখন ঘুমোচ্ছিল। কয়েকবছর আগে আর এক মোদী ভারতের মানুষকে স্বপ্ন বেচেছিলেন। ভালো দিনের স্বপ্ন। ২ কোটি চাকরি, সকলের ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা।' এসবের কোনওটাই পূরণ হয়নি বলে তোপ দেগেছেন তিনি।

বিজেপিকে মানুষ সরকারে এনেছিল অনেক আশা নিয়ে। কর্মসংস্থান বাড়বে, কৃষকরা ন্যায্য টাকা পাবেন, অর্থনৈতিক প্রগতি হবে। তবে সরকার শুধু বুলি আওড়ানো ছাড়া আর কিছুই করেনি। উল্টে সারা দেশে ঘৃণা ও হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে।

মেঘালয়ে ভোটের প্রচারে গিয়ে সেখানকার কংগ্রেস মুখ্যমন্ত্রী মুকুল সাংমার ভূয়সী প্রশংসা করে রাহুল বলেন, মেঘালয়ের উন্নতিতে অনেক অবদা মুকুলের। দেশের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী তিনি। পাশাপাশি স্থানীয় এনপিপি দলের বিরোধিতা করে রাহুল সতর্ক করে বলেন, এনপিপি বিজেপির বি দল হিসাবে কাজ করছে। ওদের ভোট দেবেন না।

English summary
Get back Nirav Modi while returning from abroad, Rahul Gandhi attacks PM Narendra Modi on PNB scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X