For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড়সড় ঝটকা দিয়ে দল ছাড়ার ঘোষণা পাঁচ বিধায়কের! খেলা ঘুরতে চলেছে দেশের এই রাজ্যে?

মণিপুরে ভোট উত্তাপ বাড়ছে ক্রমশ! কংগ্রেসকে ঠেকাতে সে রাজ্যের একাধিক আঞ্চলিক শক্তিকে নিয়ে মহাজোট তৈরি করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। একদিকে বিজেপি রোখার কৌশল অন্যদিকে ভাঙন! গত কয়েকদিন আগেই কার্যত ধস নামে কংগ্রেসে।

  • |
Google Oneindia Bengali News

মণিপুরে ভোট উত্তাপ বাড়ছে ক্রমশ! কংগ্রেসকে ঠেকাতে সে রাজ্যের একাধিক আঞ্চলিক শক্তিকে নিয়ে মহাজোট তৈরি করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। একদিকে বিজেপি রোখার কৌশল অন্যদিকে ভাঙন! গত কয়েকদিন আগেই কার্যত ধস নামে কংগ্রেসে।

মুকুল সাংমার নেতৃত্বে তৃণমূলে নাম লেখান একাধিক কংগ্রেস বিধায়ক। এই অবস্থায় এই মুহূর্তে মেঘালয়ে বিজেপির প্রধান বিরোধী শক্তি হয়ে দাঁড়িয়েছে তৃণমূল। এই অবস্থায় ফের ভাঙন সোনিয়া-রাহুলের দলে।

যোগ দিলেন পাঁচ বিধায়ক

যোগ দিলেন পাঁচ বিধায়ক

Meghalaya Democratic Alliance (MDA)-তে যোগ দিলেন পাঁচ বিধায়ক। আজ মঙ্গলবার নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। আর এরপরেই রাজ্যের বিজেপি শাসিত এই ফ্রন্টে শামিল হওয়ার সিদ্ধান্ত নেন কংগ্রেসের এই পাঁচ বিধায়ক। আর এরপরেই এমডিএ-তে যোগদান। যা মেঘালয় কংগ্রেসের কাছে বড়সড় ঝটকা হিসাবে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও মন্তব্য করা হয়নি। Meghalaya Democratic Alliance (MDA)-হল বিজেপি সরকারের জোট শরিক।

সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে

সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে

কংগ্রেস ছেড়ে পার্টিতে আসা পাঁচ বিধায়কের মধ্যে সিএএলপি নেতা অপারিন লিংদোহ, মায়রলবোর্ন সিএম, মোর্হরডি রাপসাং সহ বেশ কয়েকজন রয়েছেন। কংগ্রেস থেকে এমডিএ'তে যোগ দেওয়া এক বিধায়ক বলেন, বিশ্বাস করে আমরা ঠকেছি। বিশ্বাস ঘাতকতা করা হয়েছে বলেও দাবি কংগ্রেসত্যাগী ওই বিধায়কের। তাঁর মতে, সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে। শুধু তাই নয়, অপারিন লিংদোহ বলেন, পাঁচ বিধায়ক বাঁচতেই এহেন সিদ্ধান্ত নিয়েছি। না হলে সমস্যার মধ্যে পড়ে যেতাম। সাধারণ মানুষই তো আমাদের জিতিয়েছে বলে দাবি অপারিনের।

সাংমার কাছে একটি চিঠি দিয়েছেন

সাংমার কাছে একটি চিঠি দিয়েছেন

প্রকাশিত খবর অনুযায়ী, আজ মঙ্গলবার পাঁচ বিধায়ক মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমার কাছে একটি চিঠি দিয়েছেন। যেখানে এই দলবদলের কথা উল্লেখ রয়েছে। মেঘালয়ে Meghalaya Democratic Alliance (MDA)- রাজনৈতিক দলগুলির একটি মহাজোট। যা ২০০৩ সালে বিধানসভা নির্বাচনের পর মেঘালয়তে সরকার গঠন করেছে।

তৃণমূলের সঙ্গে চলে গিয়েছে

তৃণমূলের সঙ্গে চলে গিয়েছে

মেঘালয়ে কংগ্রেসের ১৭ বিধায়ক ছিল। যার মধ্যে ১২ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে চলে গিয়েছে। মুকুল সাংমার নেতৃত্বে এই দলবদল হয়। পড়ে ছিলেন পাঁচ কংগ্রেস বিধায়ক। তাঁরাও আজ দলবদল করে ফ্রন্টে যোগ দিলেন। ফলে মেঘালয়-তে কংগ্রেসের অস্তিত্ব প্রশ্নের মুখে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কংগ্রেসের তরফে কোনও বক্তব্য দেওয়াই হয়নি। যদিও স্থানীয় বিজেপি নেতার মতে, বিধায়করা তাঁদের ভুল বুঝতে পেরেছে। আর এরপরেই ফ্রন্টে চলে এসেছে।

English summary
five Congress MLAs of Meghalaya have joined Meghalaya Democratic Alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X