For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Meghalaya: উন্নয়নে সামিল হতেই তৃণমূল ছাড়লেন দুই বিধায়ক! রণকৌশলে বদল আনবেন অভিষেক?

চলতি বছরেই মেঘালয়, ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। বিজেপির কাছে আরও দুই প্রেস্টিজিয়াস ফাইট। আর দুই রাজ্যকে এবার পাখির চোখ করেছে তৃণমূল। তাৎপর্যপূর্ণ ভাবে ভোট ঘোষণার আগেই মেঘালয়ের বিধানসভা নির্বাচনের জন্যে প্রার্থী ঘোষণা কর

  • |
Google Oneindia Bengali News

Meghalaya Election: চলতি বছরেই মেঘালয়, ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। বিজেপির কাছে আরও দুই প্রেস্টিজিয়াস ফাইট। আর দুই রাজ্যকে এবার পাখির চোখ করেছে তৃণমূল। তাৎপর্যপূর্ণ ভাবে ভোট ঘোষণার আগেই মেঘালয়ের বিধানসভা নির্বাচনের জন্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বাংলার শাসকদল।

এমনকি গত কয়েক দফাতে মেঘালয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি গত মাসেই মেঘালয়ে ঘুরে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। মূলত সংগঠনকে মজবুত করতেই তাঁদের এই সফর ছিল। কিন্তু একের পর এক ঝটকা।

ফের তৃণমূলে ভাঙন

ফের তৃণমূলে ভাঙন

এই অবস্থায় ফের একবার তৃণমূলে ভাঙল ধরাল শাসকদল। তৃণমূলের আরও দুই বিধায়ক এনপিপি (NPP)-তে যোগ দিল। মুখ্যমন্ত্রী কোনরাড সাংমার দলে আজ বৃহস্পতিবার যোগ দেয়। যা সে রাজ্যে তৃণমূলের বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত মাসে একই ভাবে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক এনপিপিতে যোগ দেন। মুখ্যমন্ত্রী মেঘালয় ছাড়তেই তৃণমূলে ভাঙন ধরান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের ভাঙন তৃণমূলে।

নিঃসন্দেহে বড় ধাক্কা তৃণমূলের কাছে।

নিঃসন্দেহে বড় ধাক্কা তৃণমূলের কাছে।

North Garo Hills-এর Mendipathar বিধায়ক মার্থান সাংমা (Marthon Sangma) এবং North Garo Hills জেলার Jimmy D Sangma বিধায়ক পদ থেকে এদিন ইস্তফা দেন। এমনকি তৃণমূলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন এদিন এই দুই দলত্যাগী বিধায়ক। বিধানসভা ভোটের আগে এই দুই বিধায়কের দলত্যাগ নিঃসন্দেহে বড় ধাক্কা তৃণমূলের কাছে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।

দুই নেতাই কংগ্রেসের হয়ে টিকিটে লড়াই করেন।

দুই নেতাই কংগ্রেসের হয়ে টিকিটে লড়াই করেন।

গত বিধানসভা নির্বাচনে এই দুই নেতাই কংগ্রেসের হয়ে টিকিটে লড়াই করেন। মার্থান সাংমা (Marthon Sangma) এবং Jimmy D Sangma গত বছর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ১২ জন বিধায়কের সঙ্গেই তাঁরা সে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে। যদিও সময় যত গড়াচ্ছে ততই মেঘালয়ে প্রশ্নের মুখে পড়ছে তৃণমূল। বলে রাখা প্রয়োজন, মাওসিনরামের তৃণমূল বিধায়ক এইচ এম শাংপিলাং ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন। আরও দু'জন বিধায়ক টিএমসি ছেড়ে দেওয়ার পরে, ৬০ সদস্যের হাউসে দলের শক্তি কমে নয়ে নেমে এসেছে। এই অবস্থায় তৃণমূলের রণকৌশল কি হবে সেদিকেই তাকিয়ে সে রাজ্যের মানুষ।

কি বলছেন মুখ্যমন্ত্রী

কি বলছেন মুখ্যমন্ত্রী

তৃণমূল ছেড়ে আসা দুই বিধায়ককে এনপিপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী কোনরাড সাংমা। তিনি বলেন, মেঘালয়কে উন্নত একটি রাজ্য তৈরির কাজ করছে এই সরকার। আর সেই উন্নয়নে সামিল হতেই দুই বিধায়ক তৃণমূল ছেড়ে তাঁদের দলে যোগ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই উন্নয়নের ধারা আগামিদিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

English summary
Two MLAs from TMC resigned in meghalaya, joined NPP, ruling party of the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X