For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘হেভিওয়েট’ অনুব্রত এখন জেড ক্যাটাগরির! আগামী লড়াইয়ের প্রস্তুতি শুরু মমতার

মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা লঘু করা নিয়ে সম্প্রতি উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বৃদ্ধি হল।

Google Oneindia Bengali News

মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা লঘু করা নিয়ে সম্প্রতি উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তা নিয়ে কম চর্চা হয়নি। এরই মধ্যেই বিতর্কের পারদ চড়ল তৃণৃমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নিরাপত্তার বহর বৃদ্ধি নিয়ে। সম্প্রতি রাজ্য প্রশাসনের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

‘হেভিওয়েট’ অনুব্রত এখন জেড ক্যাটাগরির! আগামী লড়াইয়ের প্রস্তুতি শুরু মমতার

[আরও পড়ুন: এ কি হাল তৃণমূলের! ১৬ আসনে মাত্র ৬৯৮৯, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ][আরও পড়ুন: এ কি হাল তৃণমূলের! ১৬ আসনে মাত্র ৬৯৮৯, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ]

এবার থেকে অনুব্রত মণ্ডলও জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। বীরভূমের পুলিশ সুপার সুধীর কুমার জানান, পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। তবে রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা রাতারাতি কমিয়ে দেওয়া নিয়ে সম্প্রতি চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। শোভনের নিরাপত্তা জেড প্লাস থেকে সাধারণ পর্যায়ে নামিয়ে আনা হয়। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হস্তক্ষেপ করেন। এবং তাঁর নিরাপত্তা ফের বাড়িয়ে জেড ক্যাটাগরির করা হয়। তবে আগের মতো আর জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন না তিনি।

সেইসঙ্গে বিতর্ক দূর করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমের জন্যও বরাদ্দ হয় জেট ক্যাটাগরির নিরাপত্তা। এবার সেই তালিকায় যুক্ত হল মমতার দলের 'হেভিওয়েট' জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম। তিনিও এখন থেকে জেড ক্যাটগরির নিরাপত্তা পাবেন।

পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়ানো নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডলের জেলাকে টার্গেট করেছে রাজ্যে বিজেপি। প্রতিবেশী রাজ্যে বিজেপি দখলদারি কায়েম করেছে। এরপর এ রাজ্যেও আসন্ন ভোটে কঠিন লড়াইয়ে তাঁরা মরিয়া হয়ে নামবে। তাই তার আগে নিরাপত্তার বহর বাড়ানো হল 'সেনাপতি'র।

[আরও পড়ুন: প্রাক্তন হতেই মানিকের বাড়িতে ভাবী মুখ্যমন্ত্রী! বাম-যুগাবসানে নিলেন সু-পরামর্শ ][আরও পড়ুন: প্রাক্তন হতেই মানিকের বাড়িতে ভাবী মুখ্যমন্ত্রী! বাম-যুগাবসানে নিলেন সু-পরামর্শ ]

English summary
Anubrata Mandal now gets Z category security before panchayat election. District police super informs that. Mamata Banerjee decides to increase Anubrata’s security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X