For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে মনোজের বাংলার শক্তি বাড়ল, ফের বদল আসছে ওপেনিং জুটিতে

রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলা দলে শাহবাজ আহমেদ। ওপেনিং জুটিতে ফের বদল আসছে।

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপ এ-র শীর্ষস্থান দখল করেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলা। যদিও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইডেনে ওডিশার কাছে পরাস্ত হয়েছে মনোজ তিওয়ারির দল। তবে স্বস্তির খবর একটাই, ওডিশা ম্যাচে চোট পাওয়া অনুষ্টুপ মজুমদার ও আকাশ দীপ- দুজনকেই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলা পাচ্ছে। শাহবাজ আহমেদ আসায় দলের শক্তিও বাড়ল।

কোয়ার্টার ফাইনালে বাংলা দল

কোয়ার্টার ফাইনালে বাংলা দল

মঙ্গলবার থেকে ইডেনে রঞ্জির প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ ঝাড়খণ্ড। আগের ম্যাচে দল থেকে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন করণ লাল। শেষ দুটি ম্যাচে তিনি ওপেন করছিলেন। করণকে রঞ্জি দল থেকে বাদ দিয়ে সিকে নাইডু ট্রফির বাংলা অনূর্ধ্ব ২৫ দলে পাঠানো হয়েছে। ফলে বাংলাকে কোয়ার্টার ফাইনালে নামতে হবে নতুন ওপেনিং জুটিতে ভর করে। এবারের রঞ্জিতে বাংলা দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। ফলে প্রায়ই বদল আনতে হয়েছে ওপেনিংয়ের ক্ষেত্রে।

ফের বদল ওপেনিং জুটিতে

ফের বদল ওপেনিং জুটিতে

ভারতীয় এ এবং ভারতীয় টেস্ট দলের সঙ্গে থাকায় প্রথম দুটি ম্যাচে অভিমন্যু ঈশ্বরনকে পায়নি বাংলা। ফলে উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে ওপেন করতে নেমেছিলেন অভিষেক দাস ও কৌশিক ঘোষ। তৃতীয় ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে বাদ পড়েন অভিষেক দাস। কৌশিক ঘোষের সঙ্গে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরন। ঈশ্বরন ভালো ফর্ম ধরে রাখায় তিনি এরপর প্রতিটি ম্যাচেই খেলেছেন। কিন্তু বদলে গিয়েছে তাঁর ওপেনিং পার্টনার। উত্তরাখণ্ড ম্যাচে সায়নশেখর মণ্ডলকে ওপেন করতে পাঠিয়ে লাভ হয়নি। ফলে বরোদা ম্যাচে অভিষেক দাস সঙ্গী হন ঈশ্বরনের। এরপর হরিয়ানা ও ওডিশা ম্যাচে ওপেন করেছেন করণ লাল।

পাওয়া যাচ্ছে শাহবাজকে

পাওয়া যাচ্ছে শাহবাজকে

আজ কোয়ার্টার ফাইনালের জন্য বাংলা দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দল এরকম- মনোজ তিওয়ারি (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি, শুভঙ্কর বল, শাহবাদ আহমেদ, অভিষেক পোড়েল, ঈশান পোড়েল, আকাশ দীপ, কাজী জুনেইদ সইফি, প্রদীপ্ত প্রামাণিক, গীত পুরী, প্রীতম চক্রবর্তী, সুমন্ত গুপ্ত, অঙ্কিত মিশ্র, আকাশ ঘটক ও দুর্গেশ দুবে।

৩১ জানুয়ারি থেকে খেলা

৩১ জানুয়ারি থেকে খেলা

রঞ্জির অপর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি কোথায় হবে তা জেনে নেওয়া যাক: ইডেনে প্রথম কোয়ার্টার ফাইনাল বাংলা বনাম ঝাড়খণ্ড। রাজকোটে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সৌরাষ্ট্র খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। বেঙ্গালুরুতে কর্নাটক মুখোমুখি হবে উত্তরাখণ্ডের। চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ইন্দোরে। সেখানে মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচ। ৩১ জানুয়ারি থেকে শুরু কোয়ার্টার ফাইনাল পর্বের খেলাগুলি। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি রাখা হয়েছে রঞ্জির দুটি সেমিফাইনাল। ১৬ ফেব্রুয়ারি থেকে রঞ্জি ফাইনাল। ভারতের টেস্ট দলে থাকা ক্রিকেটারদের কোয়ার্টার ফাইনাল খেলার অনুমতি দেওয়া হবে না। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য তাঁদের ছাড়া হতে পারে যাঁরা ভারতের প্রথম একাদশে থাকবেন না।

(ছবি- সিএবি মিডিয়া)

English summary
Shahbaz Ahmed Will Play For Bengal Against Jharkhand In Ranji Trophy Quarter Final. New Opening Pair For Bengal As Karan Lal Has Not Been Included In The Squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X