For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিডস টেস্টে ভাঙা হতে পারে বিরাটদের উইনিং কম্বিনেশন, কেমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ

লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত টেস্ট জয়ের রেশ এখনও দেশের ক্রীড়া প্রেমীদের মনপ্রাণ জুড়ে রয়েছে। তারই মধ্যে সিরিজের তৃতীয় টেস্ট খেলার তোড়জোড় শুরু করে দিলেন বিরাট কোহলিরা। লিডসে জো রুটদের হারিয়ে সিরিজ জয়ের দিকে আরও এক় কদম এগিয়ে যেতে চায় টিম ইন্ডিয়া। সে লক্ষ্যে দলের উইনিং কম্বিনেশনে সামান্য পরিবর্তন করা হতে পারে আভাস পাওয়া যাচ্ছে। কাকে বাদ দিয়ে কোন ক্রিকেটারকে ভারতের প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে, তার একটা ধারণা নেওয়া যাক।

বাদ পড়তে পারেন জাদেজা

বাদ পড়তে পারেন জাদেজা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে রবিচন্দ্রণ অশ্বিনের পরিবর্তে বাঁ-হাতি অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে রেখে সমালোচনা শুনতে হয়েছিল বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট দলকে। যাকে নিয়ে বিতর্ক, সেই জাড্ডুও যে নটিংহ্যাম এবং লর্ডসে ব্যাট ও বল হাত সমুচিত জবাব দিয়েছেন, তাও নয়। প্রথম টেস্টে ব্যাট হাতে অর্ধশতরান করলেও দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছে জাদেজার ব্যাট। নটিংহ্যাম টেস্ট ১৬ ওভার বল করে বেশকিছু রান দেওয়ার পাশাপাশি উইকেটশূন্য থেকেছেন জাড্ডু। অন্যদিকে লর্ডসে দুই ইনিংস মিলিয়ে ২৮ ওভার বল করে ৪৮ রান দিয়েও উইকেট তুলতে ব্যর্থ হয়েছেন ভারতীয় অল রাউন্ডার। ফলে জাদেজাকে আগামী টেস্টে বসানো হতে পারে বলে সূত্রের খবর। আদতে কী হবে, তা সময় এলেই বোঝা যাবে।

ফিরতে পারেন অশ্বিন

ফিরতে পারেন অশ্বিন

লিডসে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে রবীন্দ্র জাদেজার পরিবর্তে রবিচন্দ্রণ অশ্বিনকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ইংল্যান্ড সফর ধরলে এখনও পর্যন্ত দুটি উইকেটের বেশি অর্জন করতে পারেননি জাদেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে নির্বাচিত কাউন্টি দলের বিরুদ্ধে ম্যাচে একটি করে উইকেট নিয়েছিলেন জাড্ডু। অন্যদিকে কিউয়িদের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার উইকেট নেওয়া অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ওভালে হওয়া এক কাউন্টি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অশ্বিনের অল রাউন্ড পারফরম্যান্স তাঁকে লিডস টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরিয়ে আনবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অশ্বিনের কেরিয়ার এক নজরে

অশ্বিনের কেরিয়ার এক নজরে

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭৯টি টেস্ট ম্যাচ খেলেছেন রবিচন্দ্রণ অশ্বিন। ৪১৩টি উইকেট তিনি নিয়েছেন। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ৩০ বার নিয়েছেন অশ্বিন। ৫৯ রান দিয়ে নেওয়া ৭ উইকেট টেস্টের এক ইনিংসে ভারতীয় স্পিনারের সেরা স্পেল। ভারতের হয়ে টেস্টে ব্যাট হাতেও সাড়া জাগিয়েছেন অ্যাশ। এই ফর্ম্যাটে ২৬৮৫ রান এসেছে ভারতীয় ক্রিকেটারের ব্যাট থেকে। টেস্টে পাঁচটি শতরান রয়েছে অশ্বিনের। সর্বোচ্চ স্কোর ১২৪। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে চমকপ্রদ পারফরম্যান্স করে ওই টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতেও স্পিনে ভেল্কি দেখিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। আইসিসির বর্তমান টেস্ট ক্রমতালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বোলার অশ্বিন।

কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

আগামী ২৫ অগাস্ট থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। লিডসের হেডিংলেতে হবে ম্যাচ। মোকাবিলার প্রস্তুতি নিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন দুই দলের খেলোয়াড়েরা। ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে, তার একটা আভাস নেওয়া যাক-

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ।

ভারত-ইংল্যান্ড যুদ্ধ

ভারত-ইংল্যান্ড যুদ্ধ

তৃতীয় দিনে জেমস অ্যান্ডারসনের হেলমেটে বল আঘাত করা নিয়ে ভারত ও ইংল্যান্ড শিবিরের ক্রিকেটারদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তা ম্যাচের পঞ্চম দিনে চরম আকার নেয়। ভারতের অষ্টম উইকেট পড়ে যাওয়ার পর জসপ্রীত বুমরাহ ব্যাট করতে নামলে পারফরম্যান্সের থেকে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে কথার লড়াইয়ে বেশি জড়িয়ে পড়েছিলেন জস বাটলাররা। তার সুবিধা পেয়ে গিয়েছিলেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। দুই ফাস্ট বোলারের দুর্দান্ত পার্টনারশিপ ভারতের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। গুরুত্বপূর্ণ সময়ে দলের বোলারদের লাইন ও লেন্থকে নিয়ন্ত্রণে রাখার কথা না বলতে পারাটাকে জো রুটের ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে। শামি এবং বুমরাহের ব্যাটিংয়ের সময় মাত্র ২ শতাংশ বল ফুল লেন্থে ফেলতে সক্ষম হয়েছিলেন স্যাম কারানরা। এরপর ইংল্যান্ড ব্যাটসম্যানরা চতুর্থ ইনিংসে ব্যাট করতে এলে মাঠে ভারতীয় ক্রিকেটারদের তীব্র স্লেজিংয়ের মুখে পড়তে হয়েছিল। সেদিন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসন ছিল দেখার মতো। সেই আবহে হেডিংলেতেও লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

English summary
Probable playing XI for Team India for third test against England in Leeds
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X