For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট ভারতের সফলতম অধিনায়ক, রেকর্ডবুকে তোলা থাকল অনন্য সমস্ত কীর্তি

Google Oneindia Bengali News

২০২১ এর অক্টোবর মাস থেকে দোলাচল যেন থামছে না ভারতীয় ক্রিকেটে। কেন্দ্রে বিরাট কোহলি। বোঝা গিয়েছিল টি-২০ অধিনায়কত্ব যেতে পারে। বুঝে শুনে অবাক করে ভুল সময়ে নেতৃত্ব ছাড়ার ঘোষণা করে দেন। এরপর ছিল বোর্ডের পালা। আচমকা রোহিতকে মাতামাতি এবং একদিনের দলের অধিনায়কত্ব থেকে কার্যত ছেঁটে ফেলা হয় বিরাটকে। কিন্তু কেউ ভাবেনি টেস্ট প্রেমী বিরাট এই ফরম্যাটের দায়িত্ব এভাবে ছেড়ে দেবেন। ধোনি এবং শাস্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের দায়িত্ব নিয়ে ছেড়ে দিলেন অধিনায়কত্ব। বিশেষজ্ঞরা বলছেন এতে তিনি হয়তো নিজের ব্যাটসম্যানশিপের চাপ লঘু করে নিলেন বাড়িয়ে দিলেন সিলেক্টর এবং বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চাপ। কারণ দিনের শেষে হয়তো আইসিসি ট্রফি আসেনি তার জমানায় কিন্তু সবদিক দিয়ে অধিনায়ক বিরাট ভারতের সফলতম অধিনায়ক। সাদা বল হোক কিংবা লাল বল, মহেন্দ্র সিংহ ধোনি , সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব, আহজারদের পিছনে ফেলে দিয়েছেন বিরাট। রেকর্ড সেই কথাই বলছে।

টেস্টে বিরাটের রেকর্ড

টেস্টে বিরাটের রেকর্ড

২০১৪ সালে অস্ট্রেলিয়া সিরিজে আচমকা অবসর নিয়ে নেন মহেন্দ্র সিংহ ধোনি। দায়িত্ব পান বিরাট। দায়িত্ব পেয়েই দুরন্ত বিরাট। ঋদ্ধিমান ভুল না করলে এডিলেড চারশোর বেশি রান তাড়া করে ম্যাচ জেতে ভারত। তারপর থেকে ২০২২ আট বছরে ৬৮ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। জিতেছেন ৪০ টি হার মাত্র ১৭। জয়ের হার ৫৮.৮২। সোজা নয় কিন্তু এতগুলো বছর ধরে এত সফল ভাবে দলকে নেতৃত্ব দেওয়া। এর মধ্যে অস্ট্রেলিয়া , ইংল্যান্ড সিরিজ জয় বড় প্রাপ্তি। তার জমানায় সবথেকে বেশিদিন টেস্ট মেশ ছিল ভারতের দখলে।

ওয়ানডেতে বিরাটের রেকর্ড

ওয়ানডেতে বিরাটের রেকর্ড

একদিনের ক্রিকেটে ২০১৩ থেকে ধীরে ধীরে অধিনায়কত্ব করছিলেন। স্টপ গ্যাপ ক্যাপ্টেন। পুরো দায়িত্ব পান ২০১৬ সালে ধোনি ছাড়ার পর। ৯৫ ম্যাচে জয়ী ৬৫টিতে। ২৭ হার। জয় ৭০.৪৩ শতাংশ ম্যাচে।

টি২০তে বিরাটের রেকর্ড

টি২০তে বিরাটের রেকর্ড

আসা যাক টি ২০ র ক্ষেত্রে। ৫০ ম্যাচে জয় ত্রিশটিতে। বিদেশে সমস্ত দেশে সিরিজ জয় বড় কৃতিত্ব। অন্যতম বড় জয় ৫-০ তে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ। জয়ের হার প্রায় ৬৫ শতাংশ। ব্যর্থতা ২০২১ বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায়। প্রসঙ্গত এটাই অধিনায়ক বিরাটের প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল।

মহাদোলাচলে সমস্ত ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়লেন বিরাট। সিদ্ধান্ত অনেকটাই আবেগের বশে তা স্পষ্ট। প্রশ্ন হল লাল বলের ক্রিকেটে তাঁর জুতো পায়ে গলানোর মতো যোগ্য অধিনায়ক কি কেউ আছেন? কারণ রোহিত টেস্টে সবে থিতু হচ্ছেন, রাহুল তৈরি নয়, অফ ফর্মের রাহানে দল থেকেই বাদ যায় যায়। বলা যায় টিম সৌরভ দ্রাবিড়কে বেশ চাপে ফেলেই দায়িত্ব ছাড়লেন কোহলি।

English summary
virat kohli stats says he is the most successful captain of india in all formats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X