For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Asia Cup 2022 Updates SL vs PAK: পাকিস্তানকে ২৩ রানে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। চলতি এশিয়া কাপে শুক্রবার সুপার ফোরের দ্বৈরথে বাবর আজমদের হারিয়ে দিয়েছে দাসুন শনাকার দল। টানা চারটি ম্যাচ জিতে ফাইনালে নামছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচেও ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে টস। শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে ৫ বার। পাকিস্তান ২ বার, সর্বশেষ ২০১২ সালে। এশিয়া কাপ ফাইনাল সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট একনজরে।

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান

Newest First Oldest First
11:24 PM, 11 Sep

২০তম ওভারের শেষ বলে উইকেট নিলেন চামিকা করুণারত্নে। পাকিস্তান ১৪৭ রানে অল আউট। শ্রীলঙ্কা ফাইনাল জিতল ২৩ রানে।
11:19 PM, 11 Sep

১৯তম ওভারে এল ১৯ রান। শেষ ৬ বলে চাই ৩২ রান।
11:12 PM, 11 Sep

১৮ ওভার শেষে উঠল ৮ উইকেটে ১২০ রান। শেষ ১২ বলে চাই ৫১ রান।
11:06 PM, 11 Sep

হসরঙ্গা ১৭তম ওভারে পরপর দুটি উইকেট নিলেন। ম্যাচ প্রায় পকেটে পুরে ফেলল শ্রীলঙ্কা। শেষ ১৮ বলে পাকিস্তানের চাই ৫৯ রান।
10:51 PM, 11 Sep

শেষ হল ১৫তম ওভার। পাকিস্তান ইফতিকারকে হারিয়ে আরও চাপে। বোর্ডে উঠেছে ১০১/৩। শেষ ৫ ওভারে চাই ৭০ রান।
10:36 PM, 11 Sep

১২তম ওভারে পাকিস্তান হাত খুলল কিছুটা। এল ১৪ রান। পাকিস্তান পৌঁছে গেল ৮৮ রানে।
10:29 PM, 11 Sep

১০ ওভার শেষে পাকিস্তান ৬৮/২। শেষ ৬০ বলে চাই ১০৩ রান।
10:15 PM, 11 Sep

৮ ওভার শেষে পাকিস্তান ৫৩/২। ২৫ রানে ক্রিজে রিজওয়ান। ১৩ রানে অপরপ্রান্তে ইফতিখার।
10:10 PM, 11 Sep

পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাকিস্তান ৩৭/২।
9:57 PM, 11 Sep

চতুর্থ ওভারে ছন্দপতন পাকিস্তানের। পরপর ২ উইকেট হারিয়ে কিছুটা বেকায়দায়। বোর্ডে উঠল ২৪ রান।
9:51 PM, 11 Sep

৩ ওভার শেষে পাকিস্তান ২০ তুলল।
9:41 PM, 11 Sep

প্রথম ওভারের প্রথম পাঁচটা বল ওয়াইড দিয়ে শুরু করলেন মধুশঙ্কা। এক ওভার শেষে পাকিস্তান তুলল ১২ রান।
9:22 PM, 11 Sep

হ্যারিস রউফ তিনটি উইকেট নেন, একটি করে উইকেট পেয়েছেন ইফতিখার আহমেদ, শাদাব খান ও নাসিম শাহ
9:22 PM, 11 Sep

ভানুকা রাজাপক্ষ অপরাজিত ৭১ (৪৫), ওয়ানিন্দু হাসারঙ্গা ৩৬ (২১), ধনঞ্জয় ডি সিলভা ২৮ (২১), চামিকা করুণারত্নে অপরাজিত ১৪ (১৪)
9:21 PM, 11 Sep

শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে
9:21 PM, 11 Sep

এশিয়া কাপ জিততে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের টার্গেট ১৭১
7:08 PM, 11 Sep

শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), দানুষ্কা গুণতিলকা, ধনঞ্জয় ডি সিলভা, ভানুকা রাজাপক্ষ, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা
7:08 PM, 11 Sep

পাকিস্তান- মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, হ্যারিস রউফ, মহম্মদ হাসনাইন
7:05 PM, 11 Sep

শ্রীলঙ্কার প্রথম একাদশ অপরিবর্তিত
7:05 PM, 11 Sep

পাকিস্তান দলে দুটি পরিবর্তন, প্রথম একাদশে এলেন নাসিম শাহ ও শাদাব খান
7:03 PM, 11 Sep

এশিয়া কাপ ফাইনালে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠাল পাকিস্তান
6:28 PM, 11 Sep

২০০০ সালে পাকিস্তান এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কাকে পরাস্ত করে
6:27 PM, 11 Sep

১৯৮৬ ও ২০১৪ সালে শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছিল পাকিস্তানকে ফাইনালে হারিয়ে
6:26 PM, 11 Sep

২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ
6:25 PM, 11 Sep

পাকিস্তান এশিয়া কাপে রানার-আপ হয়েছে ১৯৮৬ ও ২০১৪ সালে
6:25 PM, 11 Sep

শ্রীলঙ্কা এশিয়া কাপে রানার-আপ হয়েছে ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০০০ ও ২০১০ সালে
6:23 PM, 11 Sep

পাকিস্তান এশিয়া কাপ জিতেছে ২০০০ ও ২০১২ সালে
6:23 PM, 11 Sep

শ্রীলঙ্কা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালে
6:22 PM, 11 Sep

টি ২০ ফরম্যাটে একবারই এশিয়া কাপ হয়েছিল ২০১৬ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফলে টি ২০ ফরম্যাটের এশিয়া কাপে আজ নতুন কোনও দেশ চ্যাম্পিয়ন হবে।
6:21 PM, 11 Sep

এশিয়া কাপের ফাইনালে একটু পরেই মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা।
READ MORE

English summary
Asia Cup 2022: Check the T20 Asia Cup 2022 Cricket Updates, Latest News, and Highlights in Bengali from Dubai, UAE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X