For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE ভারত বনাম স্কটল্যান্ড টি২০: অনবদ্য রাহুল-রোহিত জুটি, ৬.৩ ওভারে ৮ উইকেটে জিতল কোহলির ভারত

  • |
Google Oneindia Bengali News

নামিবিয়ার বিরুদ্ধে জয় পেয়ে গিয়েছে নিউজিল্যান্ড। এই অবস্থায় ভারতের কাজ আরও কিছুটা কঠিন হয়ে গেল। বলা যায়, সেমিফাইনালে ওঠার রাস্তা ক্রমশ আরও সরু হয়ে যাচ্ছে। তবে পুরোপুরি শেষ হয়ে যায়নি। এই ম্যাচে স্কটল্যান্ডকে বিরাট কোহলির দল বড় ব্যবধানে হারালে এবং আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ড হারলে সেক্ষেত্রে নেট রান রেটের গল্প সামনে আসবে। সেক্ষেত্রে ভারতকে নামিবিয়াকে শেষ ম্যাচে অনেক বড় ব্যবধানে হারাতে হবে। ফলে পরিস্থিতি ভারতের অনুকূলে না হলেও সুযোগ রয়েছে। এই অবস্থায় দুবাইয়ের মাঠে আজ স্কটল্যান্ডকে কত বড় ব্যবধানে ভারত হারাতে পারে সেটাই এখন দেখার। ম্যাচের সমস্ত লাইভ আপডেট দেখুন একনজরে।

LIVE ভারত বনাম স্কটল্যান্ড টি২০ ম্যাচ আপডেট

Newest First Oldest First
10:05 PM, 5 Nov

১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন রবীন্দ্র জাদেজা।
9:49 PM, 5 Nov

ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব। ভারত ৬.৩ ওভারে ছুঁয়ে ফেলল ৮৫ রানের টার্গেট। ভারত জিতল ৮ উইকেটে।
9:45 PM, 5 Nov

ষষ্ঠ ওভারের শেষ বলে রাহুল আউট। করলেন ১৯ বলে ৫০ রান। ভারত ৮২ রানে দ্বিতীয় উইকেট হারাল।
9:43 PM, 5 Nov

১৮ বলে ৫০ হাঁকিয়ে বসলেন কেএল রাহুল। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে ভারত ৮১ রানে পৌঁছে গিয়েছে।
9:40 PM, 5 Nov

৫ ওভার শেষে উঠল ৭০ রান। তবে শেষ বলে ৩০ রান করে আউট হয়ে ফিরলেন রোহিত শর্মা। রাহুল ৩৯ রানে অপরাজিত রয়েছেন।
9:35 PM, 5 Nov

৪ ওভার শেষে ভারত তুলল ৫৩ বিনা উইকেটে। রোহিত ও রাহুল দুজনেই ২৬ রানে অপরাজিত।
9:28 PM, 5 Nov

৩ ওভার শেষে ভারত তুলল ৩৯/০। ১৩ রান রেটে এগোচ্ছে দল। ৪৩ বলে তুলতে হবে ৮৬ রান। অর্থাৎ রান রেট হতে হবে অবশ্যই ১২ রান প্রতি ওভার।
9:23 PM, 5 Nov

দ্বিতীয় ওভারে হাত খুললেন কেএল রাহুল। ২ ওভার শেষে ভারত তুলল ২৩/০।
9:17 PM, 5 Nov

প্রথম ওভার শেষে উঠল ৮ রান। পঞ্চম বলে চার হাঁকালেন রোহিত।
9:15 PM, 5 Nov

মাঠে রান তাড়া করতে নেমে পড়ল রাহুল-রোহিত জুটি। নেট রান রেটে কোথায় গিয়ে থামে ভারত সেটাই এখন দেখার।
9:10 PM, 5 Nov

নেট রান রেটে আফগানিস্তানকে টপকাতে ভারতকে জিততে হবে ৭.১ ওভারের মধ্যে। এদিকে নিউজিল্যান্ডকে নেট রান রেটে টেক্কা দিতে ভারতকে এই ম্যাচ জিততে হবে ৮.৫ ওভারে। যদিও পয়েন্টের হিসাবে নিউজিল্যান্ডের থেকে পয়েন্ট টেবলে পিছিয়েই থাকবে ভারত।
8:55 PM, 5 Nov

১৭.৪ ওভারে ৮৫ রানে অল আউট হল স্কটল্যান্ড। দশ নম্বর উইকেট তুললেন বুমরাহ। ১৪ রানে আউট মার্ক ওয়াট।
8:51 PM, 5 Nov

১৭তম ওভারে পরপর তিনবলে তিনটে উইকেট পড়ল শামির ওভারে। স্কটল্যান্ড ৯ উইকেট হারাল ৮৩ রানে।
8:45 PM, 5 Nov

১৬তম ওভার শেষ হল। অশ্বিনের ওভারে স্টাম্পিং মিস করলেন পন্থ। উঠল ১১ রান। ৮১ রান তুলল স্কটল্যান্ড।
8:41 PM, 5 Nov

১৫ ওভারের পর স্কটল্যান্ডের রান ৭০/৬। ওয়াট ৫ ও ম্যাকলয়েড ১৪ রানে অপরাজিত।
8:37 PM, 5 Nov

১৪ তম ওভার শেষ হল। স্কটল্যান্ড তুলল ৬৪ রান ৬ উইকেটের বিনিময়ে।
8:35 PM, 5 Nov

অশ্বিনের বলে পড়ল ষষ্ঠ উইকেট। ১ রান করে আউট হলেন ক্রিস গ্রিভস।
8:34 PM, 5 Nov

১৩ ওভার শেষে উঠল ৬১ রান। বুমরাহ দিলেন মাত্র ১ রান।
8:27 PM, 5 Nov

ফের উইকেট নিলেন জাদেজা। পঞ্চম উইকেটের পতন হল স্কটল্যান্ডের। ১২ ওভার শেষে উঠল ৬০/৫।
8:26 PM, 5 Nov

১১ ওভার শেষে উঠল ৫৭ রান। শামির ওভারে উঠল ১৩ রান।
8:20 PM, 5 Nov

১০ ওভার শেষে স্কটল্যান্ড তুলল ৪৪ রান ৪ উইকেট হারিয়ে।
8:11 PM, 5 Nov

জাদেজা করলেন নবম ওভার। দিলেন মাত্র ৪ রান। স্কটল্যান্ড ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলল ৩৬ রান।
8:10 PM, 5 Nov

অশ্বিন অষ্টম ওভারে দিলেন মাত্র ৩ রান।
8:04 PM, 5 Nov

রিচি বেরিংটনকে বোল্ড করলেন জাদেজা। এই ওভারেই ম্যাথিউ ক্রসকে এলবিডব্লিউ আউট করলেন জাদেজা। ২৯ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল স্কটল্যান্ড।
7:59 PM, 5 Nov

মেডেন ওভারে উইকেট নিলেম মহম্মদ শামি। ৬ ওভার শেষে স্কটল্যান্ড ২৭ রানে আটকে রইল।
7:56 PM, 5 Nov

শামির বলে ২৪ রানে আউট হয়ে ফিরলেন জর্জ মান্সি। ২৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল স্কটল্যান্ড।
7:54 PM, 5 Nov

চতুর্থ ওভারে অশ্বিন দিলেন ১২ রান। স্কটল্যান্ড তুলল ২৫/১।
7:45 PM, 5 Nov

মেডেন ওভার করলেন বুমরাহ। একটি উইকেটও নিলেন। ফলে স্কটল্যান্ড ৩ ওভার শেষে ১৩/১।
7:43 PM, 5 Nov

কোয়েৎজারের উইকেট নিলেন বুমরাহ। এক রানে বোল্ড হয়ে ফিরলেন প্যাভিলিয়নে। ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারাল স্কটল্যান্ড।
7:42 PM, 5 Nov

দ্বিতীয় ওভার করলেন বরুণ চক্রবর্তী। দিলেন ৫ রান। স্কটল্যান্ড ২ ওভার শেষে ১৩/০।
READ MORE

English summary
ICC T20 World Cup 2021: Live Updates of India vs Scotland Match At Dubai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X