For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন রাহুলই ভারতীয় দলের কোচ হিসাবে 'পারফেক্ট'? হাসিঠাট্টায় বুঝিয়ে দিলেন বোর্ড সভাপতি সৌরভ

কেন রাহুলই ভারতীয় দলের কোচ হিসাবে 'পারফেক্ট'? হাসিঠাট্টায় বুঝিয়ে দিলেন বোর্ড সভাপতি সৌরভ

  • |
Google Oneindia Bengali News

কেন রাহুল দ্রাবিড়ের মতো কোচ এই মুহূর্তে প্রয়োজন ভারতীয় ক্রিকেটের, তা ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একসঙ্গে এক দশকের বেশি সময় জাতীয় দলে খেলেছেন তাঁরা। রাহুল-সৌরভ একে অপরকে দারুণ চেনেন। ফলে রাহুলের ওপর সৌরভের বিশ্বাস অগাধ। অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড, কিংবা পাকিস্তান বা ঘরের মাঠ - রাহুল যেভাবে ব্যাট হাতে সৌরভকে বারবার ভরসা জুগিয়েছেন, কোচ হিসাবেও তিনি সফল হবে, দিশা দেখাবেন ভারতীয় ক্রিকেটকে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন রাহুলকেই এই মুহূর্তে কোচ হিসাবে দরকার রয়েছে তা বেশ মজার ছলে সৌরভ বুঝিয়ে দিয়েছেন।

কোচ হিসাবে রাহুলের নিয়োগ

কোচ হিসাবে রাহুলের নিয়োগ

ম্যাচ গড়াপেটা পরবর্তী ভারতীয় ক্রিকেটকে মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছেন তিনি। চোখে চোখ রেখে মাঠে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। এবং ক্রমেই তাঁর দেখানো পথে এগিয়ে ভারতকে বিশ্বসেরা দলে পরিণত করেছেন মহেন্দ্র সিং ধোনি। তারপরে বিরাট কোহলি জমানায় ভারতীয় ক্রিকেট এগিয়ে গেলেও কিছু ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। একইসঙ্গে ক্রিকেটারদের কতটা স্বাধীনতা দেওয়া উচিত এবং কতটা দেওয়া উচিত নয়, সেই প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচ নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক আরও বেড়ে গিয়েছিল। কারণ দলের অধিনায়ক বিরাট কোহলি অনিল কুম্বলেকে চাননি। এত অনুশাসনপ্রিয় কোচ দায়িত্ব নিলে অনেকের নাকি অসুবিধা হতো, এমনটাই শোনা গিয়েছিল বোর্ডের অন্দরে কান পাতলে। শেষ পর্যন্ত রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ নিয়োগ করা হয়। যদিও টেস্ট ক্রিকেটে কিছুটা সাফল্য পেলেও ক্রিকেটে বিরাট কোহলির নেতৃত্বে গত চার-পাঁচ বছরে ভারতে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। এবার সরে গিয়েছেন বিরাট কোহলি। তিনি টি-২০তে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। সেই দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা।

কেন কোচ রাহুল?

কেন কোচ রাহুল?

রবি শাস্ত্রী পরবর্তী কে সিনিয়র ক্রিকেট দলের কোচিং করবেন তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। এবং এক্ষেত্রে রাহুলই যে সবচেয়ে ভালো বিকল্প তা নিয়ে কোনও দ্বিমত ছিল না। তিনি যেভাবে ক্রিকেটের তৃণমূল স্তরে কাজ করে নিজেকে শক্তিশালী করেছেন তা এককথায় অনবদ্য। এবং আগামিদিনেও কোচ হিসেবে তিনি ভারতকে দিশা দেখাতে পারেন। তাই তিনি ছিলেন প্রথম পছন্দ। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি তাঁর একটি বক্তব্যে একটু অন্য প্রসঙ্গে অবতারণা করেছেন যা ঘুরিয়ে রাহুল দ্রাবিড়ের প্রয়োজনীয়তাকে ফের একবার প্রাসঙ্গিক করে তুলেছে।

মজার ছলে সৌরভের ইঙ্গিত

মজার ছলে সৌরভের ইঙ্গিত

সৌরভ বলেছেন, রাহুলকে কোচ হিসেবে নিয়োগ করার আগে তার কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন রাহুল দ্রাবিড়ের পুত্র। সেখানে তিনি বাবা সম্পর্কে অভিযোগ করে বলেন, আমার বাবা খুব কড়া। তাই তাঁকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া উচিত। সৌরভ মজা করে বলেছেন, তারপর সিদ্ধান্ত নিই রাহুলকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করা হবে। সৌরভেরই মজার বক্তব্য মধ্যেও একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে। যেটা সৌরভ বলতে চাননি তা হল, রাহুল দ্রাবিড়ের এই কড়া শৃঙ্খলা বোধ এবং অনুশাসন - এটিই এই মুহূর্তে ভারতীয় দলের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিছুটা দিকভ্রষ্ট ভারতীয় দলকে রাহুল দ্রাবিড়ের মতো কোচ‌ই দিশা দেখাতে পারেন।

আগামী দুই বছর দায়িত্ব রাহুলের

আগামী দুই বছর দায়িত্ব রাহুলের

আগামী দু'বছরের জন্য রাহুলকে কোচ নিয়োগ করা হয়েছে। অর্থাৎ তাঁর কোচিংয়ে ২০২৩ এর ৫০ ওভারের বিশ্বকাপ খেলবে ভারত। এছাড়া আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোচ থাকবেন রাহুল দ্রাবিড়। এর আগে তিনি ইন্ডিয়া এ দল, অনূর্ধ্ব ১৯ এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। গত শ্রীলঙ্কা সফরেও কোচ ছিলেন এই দ্রাবিড়ই।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
WHy Indian Team Need Rahul Dravid As Coach, Sourav Ganguly's Subtle Hint Says It All
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X