For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জাতীয়তাবাদ দিয়ে চলবে না, মনমোহন সিংকে দরকার'! হুঙ্কার অপর্ণার

সাম্প্রতিককালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য আগেও উঠে এসেছে অপর্ণা সেনের তরফে। সেই মন্তব্য বাংলার রাজনীতি নিয়েই হোক বা বাংলার বাইরের রাজনীতি নিয়েই হোক

  • |
Google Oneindia Bengali News

সাম্প্রতিককালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য আগেও উঠে এসেছে অপর্ণা সেনের তরফে। সেই মন্তব্য বাংলার রাজনীতি নিয়েই হোক বা বাংলার বাইরের রাজনীতি নিয়েই হোক, অপর্ণা সেন একাধিকবার একাধিক বিষয়ে সোচ্চার হয়েছেন। এর আগে , সাম্প্রতিক গণহত্যা সম্পর্কে বিভিন্ন বিশিষ্টজনের সঙ্গে অপর্ণাও উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান । এরপর ফের একবার নয়া তোপ অপর্ণার।

জাতীয়তাবাদ প্রসঙ্গে টুইট

জাতীয়তাবাদ প্রসঙ্গে টুইট

টুইটের পরম্পরা শুরু হয়েছিল জনৈক এক ব্যক্তির বক্তব্য থেকে। তিনি টুইটারে লেখেন, ' মনমোহন সিংয়ের মূল্যায়ণ ভারতের মানুষ ঠিকভাবে করতে পারেননি। তার একটি কারণ, ২০০৮ সালের মন্দার আঁচ তিনি দেশের মানুষের উপর পড়তে দেননি। মানুষ বুঝতেই পারেনি তাঁরা কী থেকে বেঁচে গিয়েছে।... ' এরপরই অপর্ণা লেখেন , জাতীয়তাবাদ দিয়ে চলবে না আর, মনমোহন সিকেই আবার প্রয়োজন।

মনমোহন প্রসঙ্গে অপর্ণা

অপর্ণা ওই টুইটের জবাবে লেখেন , ' তিনি (মনমোহন সিং) এতই ভদ্র মানুষ ছিলেন যে কখনওই নিজে নিজের ঢাক পেটাননি। তিনি যে অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, তা অনস্বীকার্য। যদি আদূর ভবিষ্যতে আমাদের অর্থনৈতিক মন্দা ,মহামারী, , দাঙ্গায় ডুবে যেতে না হয় , তাহলে তাঁকেই দরকার। জাতীয়তাবাদ দিয়ে এই সমস্ত রোখা যাবে না। '

অপর্ণা ও সাম্প্রতিক পরিস্থিতি

অপর্ণা ও সাম্প্রতিক পরিস্থিতি

বাংলার একাধিক জায়গায় হিংসার রাজনীতি থেকে চিকিৎসক, শিক্ষকদের ক্ষোভ-আন্দোলনে বিভিন্ন সময়ে সাম্প্রতিক কালে সামিল হতে দেখা গিয়েছে বিশিষ্ট ব্যক্তিত্ব অপর্ণা সেনকে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জায়গায় অসহিষ্ণুতা নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপর্ণা, কৌশিক সেন, মনিরত্নমের মতো ব্যক্তিত্বরা চিঠি পাঠান কেন্দ্রকে। যার পর কড়া জবাব আসে স্বরাষ্ট্রন্ত্রকের তরফে। এরপর ফের আজ অপর্ণা মুখ খুললেন সাম্প্রতিক রাজনীতি ও জাতীয়তাবাদ প্রসঙ্গে।

English summary
Aparna Sen says Manmohan Singh is the best Prime minister, know the reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X