For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পালঘার নিয়ে অপর্ণা-অনুরাগদের আক্রমণ, লাইভ শোতেই এডিটর্স গিল্ড থেকে পদত্যাগ অর্ণবের

পালঘার নিয়ে অপর্ণা-অনুরাগদের আক্রমণ, লাইভ শোতেই এডিটর্স গিল্ড থেকে পদত্যাগ অর্ণবের

Google Oneindia Bengali News

খবর প্রকাশের ক্ষেত্রে বৈষম্য চলছে, এই অভিযোগ তুলে লাইভ শো চলাকালীনই অভাবনীয় কাণ্ড ঘটালেন রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা তথা সংস্থার চিফ এডিটর অর্ণব গোস্বামী। পালঘর গণপিটুনি কাণ্ড নিয়ে চুপ রয়েছে এডিটর্স গিল্ড, আর তাতেই ক্ষুব্ধ হয়ে লাইভ অনুষ্ঠানেই এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেন অর্ণব।

এডিটর্রস গিল্ডের বিরুদ্ধে অর্ণবের অভিযোগ

এডিটর্রস গিল্ডের বিরুদ্ধে অর্ণবের অভিযোগ

অর্ণবের অভিযোগ, 'আমি দীর্ঘদিন ধরে এডিটর্স গিল্ডের সদস্য ছিলাম এবং এই পালঘর গণপিটুনি ইস্যুতে গিল্ডের চুপ থাকার কারণে আমি এখন থেকে লাইভ টিভিতে পদত্যাগ করছি। এই গিল্ডের সদস্যরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু চেনে না।'

গিল্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে অরণবের বিষোদগার

গিল্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে অরণবের বিষোদগার

পাশাপাশি, গিল্ডের প্রেসিডেন্ট বরিষ্ঠ সাংবাদিক তথা দ্য প্রিন্টের এডিটর ইন চিফ শেখর গুপ্তার বিরুদ্ধেও এদিন অনুষ্ঠান চলাকালীন বিষোদগার করেন অর্ণব। অর্ণব এই বিষয়ে বলেন, 'শেখর গুপ্তা আপনি শুনে রাখুন, গিল্ডের যেটুকু বিশ্বাসযোগ্যতা ছিল, তা করোনা পরিস্থিতিতে ভুয়ো খবর ছড়ানো এবং সেই সময় আপনার চুপ করে থাকায় শেষ হয়ে গিয়েছে।'

অর্ণবের নিশানায় অপর্ণা-অনুরাগরা

অর্ণবের নিশানায় অপর্ণা-অনুরাগরা

এদিকে শুধু শেখর গুপ্তা নয়, এদিন অর্ণবের নিশানায় ছিলেন নাশিউদ্দিন শাহ, অনুরাগ কাশ্যপরাও। অর্ণব এদিন বলেন, 'আমি জানতে চাই পালঘরের মতো কাণ্ড কোনও বিজেপি শাসিত রাজ্যে হতো আর আক্রান্তরা কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের হতো, তাহলে কি অপর্ণা সেন, নাসিরউদ্দিন শাহ বা অনুরাগ কাশ্যপরা চুপ করে থাকতেন?'

কী ঘটেছিল পালঘরে?

কী ঘটেছিল পালঘরে?

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘরে দুই সাধু সহ তিনজনকে পিটিয়ে হত্যা করে একদল উন্মত্ত জনতা। জানা যায় মৃতরা সুরাতে যাচ্ছিলেন কাজে। পালঘরের কাছে তাদের গাড়ি আটকায় একদল উন্মত্ত জনতা। চোর সন্দেহে ওই দুই সাধু ও তাদের গাড়ির ড্রাইভারকে লাঠি দিয়ে বেদম প্রহার করা হয়। পুলিশ গেলে তাদের উপরও চড়াও হয় জনতা।

'মুসলিমদের স্বর্গ ভারত', কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি আরও যা বললেন 'মুসলিমদের স্বর্গ ভারত', কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি আরও যা বললেন

English summary
arnab goswami leaves editor's guild of india in live show amid palghar incident row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X