For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌমিত্র থেকে অপর্ণার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ! প্রধানমন্ত্রীকে চিঠির জেরে ঘটল কোন কাণ্ড

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে গণপিটুনি নিয়ে একাধিক ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর তারপরই স্বরাষ্ট্রমন্ত্রককে কড়া ভাষায় জবাব দেওয়া হয় এই ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে। এর কয়েক মাস কাটতে না কাটতেই এবার সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে অপর্ণা সেনের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।

সৌমিত্র থেকে অপর্ণার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ! প্রধানমন্ত্রীকে চিঠির জেরে ঘটল কোন কাণ্ড

ঐতিহাসিক রামচন্দ্র গুহ, পরিচালক মনিরত্নম,অনুরাগ কশ্যপ সহ একাধিক বিশিষ্ট তারকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে গণপিটুনির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আর সেই চিঠির জন্যই এই বিশিষ্টজনেদের বিরুদ্ধে বিহারের মজফ্পরপুরে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের হয় একটি পিটিশন। সেই সূত্রে কোর্টের তরফে নোটিস পাঠানো হয় বিশিষ্ট ব্যক্তিত্বদের।

জানা গিয়েচছে, গত ২০ অগাস্ট এই পিটিশনের প্রেক্ষিতে সিএম একটি নির্দেশ দেনয সেই নির্দেশের প্রেক্ষিতে সদর পুলিশ স্টেশনে বিশিষ্ট ব্যক্তিত্বদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এইআফআর। অভিযোগ, প্রধানমন্ত্রীকে পাঠানো ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব দেশের মানুষকে কলঙ্কিত কতে চেয়েছেন।পাশপাশি অভিযোগ, ওই চিঠির মাধ্যমে প্রধানমমন্ত্রীকে খাটো করে দেখাতে চেয়েছেন। আর সেই মর্মেই এই পিটিশন।

English summary
FIR against Aparna Sen to Soumitra Chatterjee on Mob lynching letter to PM.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X