For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোলপুরে জোর করে জমি দখলের অভিযোগ অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে

বোলপুরে জোর করে জমি দখলের অভিযোগ অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে

Google Oneindia Bengali News

বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় জোর করে জমি দখল করার অভিযোগ উঠেছে একাধিকবার। কিন্তু এবার আর যে সে কোনও ব্যক্তিত্ব নন, বরং এবার এই একই ঘটনায় অভিযোগের তীর খোদ বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনের দিকে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ওই এলাকার এক পরিবার। আর এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কবিগুরুর স্থল বোলপুরে। অবশ্য এই ঘটনা সংবাদ মাধ্যমের সামনে আসতেই এই গোটা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বোলপুরের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক।

অপর্ণা সেনের বিরুদ্ধে অভিযোগ

অপর্ণা সেনের বিরুদ্ধে অভিযোগ

কিন্তু আচমকাই কেন বাংলা তথা দেশের এই বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালকের বিরুদ্ধে এ হেন গুরুত্বপূর্ণ অভিযোগ উঠল? সেই পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে যে, বোলপুরের সুরুল এলাকায় অপর্ণা সেনের একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি সংলগ্ন খানিকটা জমি তিনি জোর করে দখল করেছেন বলে অভিযোগ তুলেছেন সুরুল এলাকার বাসিন্দা অসিত বরণ ও দেবদুলাল সরকার। এ বিষয়ে তাঁরা বোলপুর ভূমি রাজস্ব দপ্তরেও অভিযোগ জানিয়েছেন। অপর্ণা সেনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বাড়ির ভিতরেই সরকার পরিবারের ওই জায়গা ঢুকে গিয়েছে। যা তাঁরা অভিনেত্রীকে বিক্রি করেননি। সরকার পরিবার জানিয়েছেন, অপর্ণা সেন সেই জমির মিউটেশন করার চেষ্টা করছেন। তাই তড়িঘড়ি করে নির্দিষ্ট তথ্য নিয়ে সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানিয়েছেন।

 ভূমি রাজস্ব দফতরের নোটিস

ভূমি রাজস্ব দফতরের নোটিস

সূত্রের খবর, অপর্ণা সেনের তরফ থেকে তাঁর এই বাড়ির জন্য ভূমি রাজস্ব দফতরে রেকর্ড নথিভুক্ত করানোর জন্য আবেদন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে আগের মালিকের কাছে নোটিস পাঠানো হয়। সেই নোটিস হাতে পেয়েই অসিতবাবু অভিযোগ জানান, ওই জমিতেই তাঁদের জমির ভাগও রয়েছে। অসিতবাবুর এই অভিযোগের ভিত্তিতে সোমবার বোলপুর ভূমি রাজস্ব দফতরে হিয়ারিং হয়। সেই হিয়ারিংয়ে অপর্ণা সেন উপস্থিত ছিলেন না। ছিলেন অপর্ণা সেনের প্রতিনিধি।

আধিকারিকের বক্তব্য

আধিকারিকের বক্তব্য

ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সঞ্জয় রায় জানিয়েছেন, "আমরা অভিযোগ পেয়েছি। আমাদের কাছে জমি রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অপর্ণা সেন। তারপরেই মালিকদের নোটিস পাঠানো হয়। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।" অন্যদিকে এই অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী। তবে এক সংবাদমাধ্যমকে তিনি শুধু জানিয়েছেন, বোলপুরের এই বাড়িতে ৪০ বছর ধরে তাঁর বাবা চিদানন্দ দাশগুপ্ত বাস করেছেন। এর থেকে বেশি আর কিছু বলতে চাননি অভিনেত্রী।

দিলীপ 'জবাব’ দিতে তৈরি বিজেপিকে! কী বললেন 'সেন্সর’ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়দিলীপ 'জবাব’ দিতে তৈরি বিজেপিকে! কী বললেন 'সেন্সর’ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়

English summary
allegation of land grabbing against actress aparna sen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X