For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ম্যাডাম মুখ্যমন্ত্রী, দোষীরা যেন শাস্তি পায়', জিয়াগঞ্জে আরএসএস কর্মীর মৃত্যুতে গর্জে উঠলেন অপর্ণা

এযাবৎকালে বহুবার বহু ক্ষেত্রে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে, প্রশাসনের প্রতি বিভিন্ন আবেদন জানিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব অপর্ণা সেন।

  • |
Google Oneindia Bengali News

এযাবৎকালে বহুবার বহু ক্ষেত্রে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে, প্রশাসনের প্রতি বিভিন্ন আবেদন জানিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব অপর্ণা সেন। এনআরএস কাণ্ড থেকে ভাটপাড়ার উত্তেজনার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বার্তা, আবার কখনওবা দেশে ক্রমে বেড়ে চলা গণপিটুনির মর্মান্তিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি চিঠি, সমস্ত ক্ষেত্রেই উঠে এসেছে অপর্ণা সেনের নাম। আর এবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আরএসএস কর্মীর খুন নিয়ে গর্জে উঠলেন অপর্ণা।

ম্যাডাম মুখ্যমন্ত্রী, দোষীরা যেন শাস্তি পায়, জিয়াগঞ্জে আরএসএস কর্মীর মৃত্যুতে গর্জে উঠলেন অপর্ণা

এক টুইট বার্তায় এই বিশিষ্ট অভিনেত্রী লিখেছেন, ' গর্ভবতী স্ত্রী ও সন্তান সহ আরএসএস কর্মীর খুন আমাদের পশ্চিমবঙ্গে! এই নারকীয় ঘটনার যে কারণই হোক না কেন, আমাদের কাছে তা লজ্জার! ম্যাডাম মুখ্যমন্ত্রী! দয়া করে এটা নিশ্চিত করুন যে দোষীরা যেন শাস্তি পায়। সমস্ত রাজনৈতিক রঙের উর্ধ্বে উঠে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর দায়িত্ব আপনার। আপনি সকলের মুখ্যমন্ত্রী ।'

প্রসঙ্গত, বাম বুদ্ধিজীবী গোষ্ঠীর সদস্য হিসাবে অপর্ণা সেনের একটি পরিচিতি বহুকাল ধরেই বাংলায় রয়েছে। তবে নন্দীগ্রামের ঘটনার সময় সেই বাম সরকারের বিরুদ্ধেও দৃপ্ত কণ্ঠে সরব হতে ছাড়েননি এই অভিনেত্রী। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মসনদে আসলে সঙ্গে বহু অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে এরপরের সময়টায় সেভাবে দু'জনের সম্পর্ক সেভাবে ভালো ছিল না। এনআর এস থেকে ভাটপাড়া ইস্যুতে মতানৈক্য প্রকাশ্যে আসে। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ফের নতুন করে আরও একটি আবেদন রাখলেন অপর্ণা। যা বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক বলে মনে করছেন অনেকেই।

 [ ফের গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ] [ ফের গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ]

English summary
Aparna Sen asks Mamata Banerjee to do justice on RSS Man's killing in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X