For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“আমি ইস্যু ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি ও নিজেকে একজন উগ্র মানবতাবাদী বলে মনে করি” : অপর্ণা সেন

“আমি ইস্যু ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী করি ও নিজেকে একজন উগ্র মানবতাবাদী বলে মনে করি” : অপর্ণা সেন

  • |
Google Oneindia Bengali News

রাজনীতি প্রসঙ্গে বলতে গিয়ে একবার অকপট মন্তব্য পরিচালক অভিনেতা অপর্ণা সেনের। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি বরাবরই 'ইস্যু ভিত্তিক রাজনীতিতে’ বিশ্বাসী এবং নিজেকে 'উগ্র মানবতাবাদী' বলতে পছন্দ করি।

“আমি ইস্যু ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী করি ও নিজেকে একজন উগ্র মানবতাবাদী বলে মনে করি” : অপর্ণা সেন


দেশের বিভিন্ন আর্থ-সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে একাধিকবার সরব হতে দেখা গেছে আরশিনগর খ্যাত এই পরিচালকে। প্রয়োজন মনে হলে যে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের দ্বারা গৃহীত সঠিক বা ভুল পদক্ষেপের বিষয়েও মুখ খুলতে পারেন বলে জানান তিনি। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে তিনি বলেন, ' আমি মূলত একজন উগ্র মানবতাবাদী ও ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী। তবে আমি কখনই কোনও নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সমর্থনে কথা বলিনা কারণ আমি কেবল ইস্যু ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি’।

এই কারণেই তিনি ১৯৯১ সালে মুক্ত বাজার অর্থনীতি প্রবর্তনের সমর্থন ও একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর বাংলাদেশের পাশে দাঁড়ানোকেও সাধুবাদ জানান বলে এদিন মনে করান এই বর্ষীয়ান অভিনেতা। আবার অন্যদিকে, ১৯৮৪ সালের ইন্দিরা গান্ধী হত্যার পরে শিখদের উপর অত্যাচারের প্রসঙ্গেও তিনি সোচ্চার হন এবং একই ইস্যুতে রাজীব গান্ধীর মন্তব্যেরও বিরোধিতাও করেছিলেন বলে এদিন স্পষ্ট ভাষায় জানান তিনি।

সাম্প্রদায়িকতা নিয়ে মন্তব্য করতে গিয়ে অপর্ণা সেন বলেন, '১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর আমার তখন হতচকিত অবস্থা। আমি স্তম্ভিত হয়ে গিয়ে ছিলাম একাপ্রকার। তাই কোনও দল বা সংগঠনের ঠিক বা ভুল পদক্ষেপ নিয়ে যখনই মন্তব্য রাখার প্রয়োজন মনে হয় আমি তা রাখি।’

পাশাপাশি বর্তমানে যখনই কেউ দেশের সংখ্যালঘুদের সমর্থনে কথা বলেন তখনই তাতদের 'ছদ্ম-ধর্মনিরেপক্ষ’ বলে দাগিয়ে দেওয়ার একটি নতুন প্রবণতাও সাম্প্রতিক কালে শুরু হয়েছে বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি সমান ভাবে দলিতদের জন্যও কথা বলি, এমনকি অতীতে ছিটমহলের বাসিন্দাদের জন্যও সমানভাবে বক্তব্য রেখেছি, যারা হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়েরই সদস্য।"

অন্যদিকে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের সময় বাম সরকারের বিরুদ্ধে যে সমস্ত বুদ্ধিজীবিরা একজোট হয়ে গলা তুলেছিলেন তাদের মধ্যে অপর্ণা সেন অন্যতম। তাদের সংঘবদ্ধ প্রতিবাদী কম্ঠস্বর পরবর্তীকালে ২০১১ সালে তৃণমূল সরকারের ক্ষমতায় আসার পথ আরও প্রশস্ত করে।

পুলিশকর্মীদের হুঁশিয়ারি! ২০২১-এ ক্ষমতায় এলে কোনপথে তাঁদের শাস্তি বর্ণনা করলেন দিলীপ ঘোষপুলিশকর্মীদের হুঁশিয়ারি! ২০২১-এ ক্ষমতায় এলে কোনপথে তাঁদের শাস্তি বর্ণনা করলেন দিলীপ ঘোষ

উত্তর প্রদেশে ঢুকেছে সাত জঙ্গি, অযোধ্যায় নাশকতা ছড়ানোর ছকউত্তর প্রদেশে ঢুকেছে সাত জঙ্গি, অযোধ্যায় নাশকতা ছড়ানোর ছক

English summary
i believe in-issue based politics and consider myself an ardent humanist says aparna sen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X