For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যান ও আধার কার্ড নিয়ে নতুন ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর! সাধারণের সুবিধা বাড়বে দাবি নির্মলার

২০১৯-এর বাজেট ঘোষণায় প্যান ও আধার ইন্টারচেঞ্জ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

২০১৯-এর কেন্দ্রীয় বাজেট ঘোষণায় প্যান ও আধার ইন্টারচেঞ্জ করার প্রস্তাব দেওয়া হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, কোনও নির্দিষ্ট ব্যক্তি, যাঁর প্যান কার্ড নেই, তিনিও ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন। সেখানে আধার নম্বর উল্লেখ করলেও চলবে।

প্যান আধার নিয়ে নতুন ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর! সাধারণের সুবিধা বাড়বে দাবি নির্মলা

এছাড়াও, যাঁদের প্যান কার্ড নেই, সেখানে প্যান কার্ডের উল্লেখের কথা বলা হয়েছে, সেসব জায়গায় আধার নম্বর উল্লেখ করলেই চলবে।

বাজেট প্রস্তাব সংসদে পাশ হয়ে গেলেই, যে কেউ প্যান কার্ডের বদলে আধার কার্ড ব্যবহার করা যাবে। অনেক অর্থনৈতিক লেনদেনেই প্যান কার্ড ব্যবহারের কথা বলা হয়। সেসব ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা যাবে। যেমন, মিউচুয়াল ফান্ড থেকে মোটর ভেহিকেলসের সর্বত্রই প্যান কার্ড জরুরি।

করদাতাদের জীবন সহজতর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত আয়কর আইন অনুযায়ী, প্যান নম্বর ছাড়া কেউ আয়কর রিটার্ন দাখিল করতে পারেন না। এছাড়াও, ২০১৯-এর এপ্রিল থেকে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক করা হয়েছে।

[আরও পড়ুন:পেট্রোল-ডিজেলর দামের ছ্যাঁকা লাগতে চলেছে! বাজেট ২০১৯ এ সোনালী 'জ্বালানী' নিয়ে যা ঘোষিত হল ][আরও পড়ুন:পেট্রোল-ডিজেলর দামের ছ্যাঁকা লাগতে চলেছে! বাজেট ২০১৯ এ সোনালী 'জ্বালানী' নিয়ে যা ঘোষিত হল ]

[আরও পড়ুন:বাজারে আসছে এইসব নতুন কয়েন! সংসদে ঘোষণা অর্থমন্ত্রীর][আরও পড়ুন:বাজারে আসছে এইসব নতুন কয়েন! সংসদে ঘোষণা অর্থমন্ত্রীর]

English summary
To make PAN card and Aadhar card interchangeable and allow those who don't have PAN to file returns by simply quoting Aadhar number and use it wherever they require to use PAN
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X