এনস্লাইকোপেডিয়ার ধাঁচে এবার গান্ধীপেডিয়া! সংসদে ঘোষণা অর্থমন্ত্রীর
এনস্লাইকোপেডিয়ার ধাঁচে এবার চালু করা হবে গান্ধীপেডিয়া। মহাত্মাগান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৯-এর ২ অক্টোবর রাজঘাটে রাষ্ট্রীয় স্বচ্ছ্বতা কেন্দ্রের উদ্বোধন করা হবে।

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীকে স্মরণ করে রাখতে এইবছরে গ্রাম, গরিব এবং কৃষকদের ওপর বিশেষ নজর দেওয়া হবে। এনস্লাইকোপেডিয়ার ধাঁচে গড়ে তোলা হবে গান্ধীপেডিয়া। যা তৈরি করবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম। সাধারণ মানুষের সামনে গান্ধীর মতাদর্শকে তুলে ধরতেই এই উদ্যোগ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ২০১৯-এর ২ অক্টোবর রাজঘাটে রাষ্ট্রীয় স্বচ্ছ্বতা কেন্দ্রের উদ্বোধন করা হবে।
Finance Minister Nirmala Sitharaman: 'Gandhipedia' is being developed to sensitize the youth about positive Gandhian values #Budget2019 pic.twitter.com/1Fq6gBMglr
— ANI (@ANI) July 5, 2019
[আরও পড়ুন: বাজেট ২০১৯: ৫ লাখ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়, আরও যা ঘোষণা করলেন সীতারমন ]