For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট পেশের আগেই চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স ছুঁল ৪০ হাজারের সীমা

আজ সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করবেন বাজেট।

  • |
Google Oneindia Bengali News

আজ সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করবেন বাজেট। কেন্দ্রের মোদী সরকার ফের ক্ষমতায় আসার পরে এবার মহিলা অর্থমন্ত্রী হিসাবে প্রথমবার বাজেট পেশ করবেন নির্মলা। এর আগে ইন্দিরা গান্ধী বাজেট পেশ করেছন। তবে তিনি পূর্ণ সময়ের অর্থমন্ত্রী ছিলেন না। নির্মলাই পূর্ণ সময়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী হিসাবে বাজেট পেশ করছেন।

বাজেট পেশের আগেই চাঙ্গা শেয়াব বাজার, সেনসেক্স ছুঁল ৪০ হাজারের সীমা

এদিন সকালে বাজেট পেশের আগে চাঙ্গা হল শেয়ার বাজার। সেনসেক্স ৪০ হাজারের সূচক পেরিয়ে গিয়েছে। এদিকে নিফটিও ১২ হাজার ছুঁই ছুঁই করছে। অর্থনীতিবিদদের নজর রয়েছে এই বাজেটে। কারণ ৫.৮ শতাংশ হারে বাড়ছে দেশের জিডিপি। যা গত পাঁচ বছরে সর্বনিম্ন।

এই অবস্থায় বাজেটে নজর রয়েছে দালাল স্ট্রিটেরও। কোন খাতে কী বরাদ্দ হয়, কোন খাতে কতটা বরাদ্দ কমে, এর ওপরে অনেককিছু নির্ভর করবে। কোন কোন ক্ষেত্রে বাজেট বেশি ফোকাস করছে তার ভিত্তিতে আন্দাজ করা যাবে, দেশের অর্থনীতিকে কোন দিশা দেখাতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। তবে তার আগে সেনসেক্স ঊর্ধ্বমুখী হওয়ায় অনেকেই বাজেট নিয়ে আশা প্রকাশ করেছেন।

English summary
Sensex reclaims 40,000 ahead of Nirmala Sitharaman's maider Budget 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X