পেট্রোল , ডিজেলের দামে ছ্যাঁকা শনিবারের সকাল থেকেই শুরু! কলকাতায় সোনালী জ্বালানির মূল্য দেখে নিন
২০১৯ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন । আর সেখানেই পেট্রোল আর ডিজেলের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। এমন সিদ্ধান্তেই মধ্যবিত্তের নাভিশ্বাস উঠতে শুরু করে। আর শুক্রবারের বাজেটের পর, শনিবার সকাল হতেই দেশের বিভিন্ন মেট্রোল শহরগুলিতে বর্ধিত হারেই বিক্রি শুরু হয়েছে পেট্রোল ডিজেলের।

মুম্বইয়ে দাম
শনিবারের আলো ফুটতেই মায়ানগরী মুম্বইতে ২ টাকা ৪২ পয়সা বাড়ে পোট্রোলের দাম। আর তার জেরে ৭৬.১৫ টাকা প্রতি লিটার থেকে বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৭৮.৫৭ টাকা।

কলকাতা
কলকাতায় পেট্রোলর দাম বেড়েছে ২.৪ টাকা হারে , আর ডিজেল বেড়েছে ২.৩৬ টাকা হারে। ফলে বর্তমানে কল্লোলিনী তিলোত্তমায় পেট্রোলের দাম ৭৫.১৫ টাকা ও ডিজেল প্রতি লিটারে ৬৮.৫৯ টাকা হয়েছে।

দিল্লি
রাজধানী দিল্লি পেট্রোলের দাম এদিন সকালে ২.৪৫ টাকা বেড়েছে যা ৭২.৯৬ টাকা হয়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে। আর ডিজেলের দাম এদিন বেড়ে হয়েছে ৬৬.৬৯, কারণ ডিজেলের দাম এই শহরে বেড়েছে ২.৩৬ টাকা হারে।