For Quick Alerts
For Daily Alerts
টার্গেট মধ্যবিত্ত! গৃহঋণে বাড়তি কর ছাড়ের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
গৃহঋণে বাড়তি কর ছাড়ের ঘোষণা করল মোদী সরকার। এদিন সংসদে বাজেট ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, গৃহঋণের ক্ষেত্রে বাড়তি কর ছাড় দেওয়া হবে ১.৫ লক্ষ টাকা। সাশ্রয়ী মূল্যের বাসস্থান পেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মার্চ ২০২০ পর্যন্ত গৃহঋণ নেওয়ার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। ৪৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
[আরও পড়ুন: প্যান আধার নিয়ে নতুন ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর! সাধারণের সুবিধা বাড়বে দাবি নির্মলা]
এই মুহূর্তি গৃহঋণে কর ছাড় দেওয়া হয় ২ লক্ষ টাকা পর্যন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণায় এর ওপর আরও ১.৫ লক্ষ টাকা কর ছাড় পাওয়া যাবে। এছাড়াও ইলেকট্রিক গাড়ি কিনলে অতিরিক্ত ১.৫ লক্ষ টাকা কর ছাড় পাওয়া যাবে।