Union Budget 2019: নির্মলা সীতারমনের কাছে কোন চমকের আশা করা যেতে পারে!
দাপটে যাত্রা শুরু করে দিয়েছে মোদী ২.০ মন্ত্রিসভা। আর দ্বিতীয় মোদী সরকারের আজ প্রথম বাজেট অধিবেশন। প্রথম মোদী সরকারের আমলে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব চরম দক্ষতার সঙ্গে সামলে এবার অর্থমন্ত্রকের দায়িত্ব গ্রহণ করে প্রথম বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। এদিন অর্থমন্ত্রীর কাছ থেকে কী আশা করা যেতে পারে , তা দেখে নেওয়া যাক একনজরে।

সাধারণ মানুষ পেতে পারেন স্বস্তি!
আয়করের ক্ষেত্রে একটি নির্দি্দষ্ট সংখ্যক ক্যাটেগোরিতে কর ছাড়ের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন অনেকে। তাতে স্বস্তি মিলতে পারে সাধারন মধ্যবিত্তের। পাশাপাশি, কৃষি, স্বাস্থ্য, ও সামাজাকি খাতে বাড়তে পারে বরাদ্দের পরিমাণ।

পরিকাঠামোগত সম্প্রসারণ
পরিকাঠামোগত সম্প্রসারণ এবারের বাজেটে অত্যন্ত বড় ইস্যু হতে চলেছে। বাজেট থেকে আসা করা যেতে পারে , এস্টেটের ব্যবসাকে আরও চাঙ্গা করতে ২০১৯ বাজেট একি বড় ভূমিকা পালন করেত চলেছে। স্টিল, সিমেন্ট , শ্রবিভাগের ক্ষেত্রে আবার ২০১৯ বাজেট বড় চমক দিতে পারে বলে আসা করা হচ্ছে।

বেকারত্ব ঘোচানো
দেশে বেকারত্বের সমস্যা মেটাতে, এবারের বাজেটে প্রাইভটে সংস্থাগুলিতকে চাঙ্গা করার মতো বড় পদক্ষেপ নিতে পারেন নির্মলা সীতরমন। সেক্ষেত্রে সুদের হার কমানোর মতো বেশ কিছু প্রাসঙ্গিক পদক্ষেপ উঠে আসতে পারে।

গ্রামীণ অর্থনীতি
গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে পারে সরকার। পিএম কিষাণ এর ক্ষেত্রে উঠে আসতে পারে বড়সড় পরিবর্তন।২০২২ এ চাষিদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এবার পদক্ষেপ নেওয়া শুরু করতে পারে দ্বিতীয় মোদী সরকার।