suvendu adhikari nandigram mamata banerjee tmc bjp west bengal assembly election 2021 শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ politics
চ্যালেঞ্জ নিয়েছেন মমতা, নন্দীগ্রাম নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কী ইচ্ছে প্রকাশ করলেন শুভেন্দু
চ্যালেঞ্জ মমতাকে হারানো। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাই নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তিনি অমিত শাহদের কাছে প্রার্থী নির্বাচনের বৈঠকে এমনই ইচ্ছে প্রকাশ করেছেন। এদিকে আগামী ১০ মার্চ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রামে প্রার্থী মমতা
নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু নন্দীগ্রাম থেকেই দাঁড়াবেন তিনি। আগামী ১০ মার্চ হলদিয়ায় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন তিনি। ১১ তারিখ নন্দীগ্রামে শিব মন্দিরে পুজো দিয়ে ফিরে আসবেন মমতা। তৃণমূল কংগ্রেস সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। আগামিকাল তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু ইচ্ছে
বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে বৈঠক করছে কেন্দ্রীয় নেতারা। অমিত শাহের নেতৃত্বে দফায় দফায় আলোচনা হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন শুভেন্দু। এমনই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ইচ্ছের কতটা গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবেন তার জন্য অপেক্ষা করতে হবে প্রার্থী তালিকা ঘোষণার জন্য।

শাহের অনুমতির অপেক্ষা
সূত্রের খবর রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুর থেকে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন। তবে তাঁকে ডোমজুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অমিত শাহ। শুভেন্দু থেকেওএই একই নিয়ম বরাদ্দ। শুভেন্দুকে যে নন্দীগ্রামে ভাবছে বিজেপি তার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর এবার মণিশ শুক্লার মেয়েকে প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

নন্দীগ্রাম ফ্যাক্টর
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রাম একুশের ভোটের হটস্পট হয়ে উঠেছে। নন্দীগ্রাম আন্দোলন কার এই নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। নন্দীগ্রাম আন্দোলনকে জনগণের আন্দোলন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কোনও রাজনৈতিক দলের আন্দোলন নয় নন্দীগ্রাম এমনই দাবি করে কার্যত তৃণমূলের ভূমিকাকে নস্যাৎ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। তাতে প্রবল আপত্তি জানিয়ে ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।