For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় সিপিএমের হারের দায় মমতার! বিস্ফোরক মুকুলের বার্তায় এবার বাংলা-মিশন

মমতার সেই কথার সূত্র ধরেই মুকুল রায় এদিন পাল্টা দিলেন, এবার ত্রিপুরায় সিপিএমের হারের দায়ও তাঁকেই নিতে হবে। কারণ তিনি বিধানসভায় দাঁড়িয়ে সিপিএম নেতাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন।

Google Oneindia Bengali News

বিধানসভায় দাঁড়িয়ে সিপিএম নেতাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা ত্রিপুরায় জিতলে আমি খুশি হব। মমতার সেই কথার সূত্র ধরেই মুকুল রায় এদিন পাল্টা দিলেন, এবার ত্রিপুরায় সিপিএমের হারের দায়ও তাঁকেই নিতে হবে। কারণ তিনি বিধানসভায় দাঁড়িয়ে সিপিএম নেতাদের উদ্দেশ্যে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন।

ত্রিপুরার সিপিএমের হারের দায় মমতার! বিস্ফোরক মুকুলের বার্তায় এবার বাংলা-মিশন

[আরও পড়ুন:ত্রিপুরায় পদ্ম ফুটেছে ৮ মাসে, মমতার 'কষ্ট' লাঘব করতে দিলীপের লক্ষ্যমাত্রা ছ'মাস][আরও পড়ুন:ত্রিপুরায় পদ্ম ফুটেছে ৮ মাসে, মমতার 'কষ্ট' লাঘব করতে দিলীপের লক্ষ্যমাত্রা ছ'মাস]

এ প্রসঙ্গেই মুকুল রায় আরও বলেন, ত্রিপুরার নির্বাচনী ফলের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে গেরুয়া ঝড় উঠেছে। সেই ঝড় থেকে বাদ যাবে না পশ্চিমবঙ্গও। বাংলাতেও গেরুয়া ঝড় উঠবে। ত্রিপুরার ফলাফল পর্যালোচনা করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় সমালোচনায় বিদ্ধ করলেন একদা তাঁর নেত্রীকে।

এই মুকুল রায়ের হাত ধরেই ত্রিপুরায় পরিবর্তনের আওয়াজ উঠেছিল। তখন তিনি ছিলেন তৃণমূলে। কংগ্রেস ভেঙে একে একে বাড়ছিল তৃণমূল। পরে সেই তৃণমূলীরাই গা ভাসিয়ে দেন বিজেপির হাওয়ায়। আর সেই হাওয়াকেই ঝড়ে পরিণত করে ত্রিপুরায় আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটাল বিজেপি।

বিজেপি ইতিমধ্যে বাংলাতেও দ্বিতীয় বৃহত্তম পার্টি হিসেবে উঠে এসেছে। পাশের রাজ্যে যখন বিজেপি প্রথমবারের সম্ভাবনাকে বাস্তবে পরিণত করে ক্ষমতা দখল করেছে, ঠিক তেমনই এ রাজ্যেও ঘটবে বলে দাবি মুকুল রায়ের। বাংলার মাটিতেও গেরুয়া ঝড় উঠবে আসন্ন পঞ্চায়েতেই। এই ঝড়ই বাংলায় তৃণমূল সরকারের পতন ঘটিয়ে ছাড়বে। সেদিন আর বেশি দূরে নয়।

মুকুল রায় তৃণমূল ছাড়ার পর আশঙ্কা করা হয়েছিল বাংলার বুকে বিজেপির জোয়ার বইবে। তৃণমূলের প্রাক্তন 'সেকেন্ড ইন কম্যান্ডে'র হাতে ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন অনেকেই। মুকুলের আগমনের পর তুলনায় বিজেপি বেড়েছে ঠিকই, তবে তৃণমূলের গায়ে এখনও বড়সড় কোনও আঁচড় কাটতে পারেনি বিজেপি। কিন্তু তলায় তলায় তৃণমূল শূন্য হয়ে যাচ্ছে বলে দাবি মুকুলের।

মুকুল রায় এদিন ফের বলেন, 'বাংলায় একরটা নির্বাচন হতে দিন, তারপরই বুঝবেন শাসক তৃণমূলের হাল কী হয়। ত্রিপুরার মতোই অবস্থা হবে বাংলার। মুকুল রায় বলেছিলেন, 'ত্রিপুরায় এবার বিজেপি পতাকা উড়বেই। ৪২টি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি সরকার। তাঁর সেই ভবিষদ্বাণী প্রায় মিলে গিয়েছে। ৪০-এর কাছাকাছি আসন যাচ্ছে বিজেপির দখলে। আর সেই জোয়ারেই যে পশ্চিমবঙ্গ ভেসে যাবে, তা নিশ্চিত বলে মনে করেন মুকুল রায়।

English summary
Mukul Roy attacks Mamata Banerjee after winning in Tripura election. Mukul says that Mamata Banerjee takes responsible of CPM’s defeat,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X