For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শবর মৃত্যু নিয়ে নেই কোনও দুঃখপ্রকাশ! প্রহসন-বিধানসভা থেকে ওয়াকআউট বিরোধীদের

সোমবার বিধানসভা থেকে ওয়াক আউট বাম কংগ্রেসের। শবরদের মৃত্যু নিয়ে সরকারের বিরুদ্ধে বিধানসভায় আলোচনা না করার অভিযোগ করেছে বাম কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

সোমবার বিধানসভা থেকে ওয়াক আউট বাম কংগ্রেসের। শবরদের মৃত্যু নিয়ে সরকারের বিরুদ্ধে বিধানসভায় আলোচনা না করার অভিযোগ করেছে বাম কংগ্রেস। এই কারণ ছাড়াও প্রাথমিক শিক্ষক ও পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সরকার আলোচনা না করার কারণেও ওয়াকআইট বলে জানা গিয়েছে।

শবর মৃত্যু নিয়ে মুলতুবি প্রস্তাবে বাধা

শবর মৃত্যু নিয়ে মুলতুবি প্রস্তাবে বাধা

ওয়াকআউট করার পরে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, লালগড়ে শবরদের মৃত্যু নিয়ে মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল। সরকার বিষয়টি নিয়ে আলোচনা কিংবা দুঃখপ্রকাশ, কোনও কিছু করেনি। যেখানে শবররা না খেতে পেয়ে মৃত্যু মুখে পড়ছে, সেখানে সরকারের পয়সায় 'আহারে বাংলা' অনুষ্ঠান করার অভিযোগ করেছেন বাম পরিষদীয় নেতা।

সত্যকে ভয় পাচ্ছে সরকার

সত্যকে ভয় পাচ্ছে সরকার

সুজন চক্রবর্তীর অভিযোগ, সরকার সত্যকে ভয় পাচ্ছে। খাবারের অভাবেই যদি মৃত্যু না হয়ে থাকে, তাহলে সরকারের তরফ থেকে কেন পংক্তি ভোজনের আয়োজন, আর কেনই বা মুখ্যমন্ত্রী সেই গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেই প্রশ্ন তুলেছেন বাম পরিষদীয় নেতা।

সংখ্যা থাকলেও যোগ্যতা নেই

সরকারের সংখ্যা থাকলেও, প্রশ্নের মুখোমুখি হওয়ার যোগ্যতা নেই বলেও অভিযোগ করেন সুজন চক্রবর্তী।

বিধানসভা প্রহসনে পরিণত

বিধানসভা প্রহসনে পরিণত

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু যাতে না না ডাকা যায়, সেই ভাবেই অধিবেশন ডাকা হয়েছে বলে অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী। বিধানসভাকে প্রহসনে পরিণত করার অভিযোগও করেছেন তিনি।

English summary
Opposition walkedout from West Bengal Assembly for several reasons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X