For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঊনিশের ঘাটতি মেটানোর লক্ষ্যে মমতা! 'মিশন একুশে' বুথ-সংগঠনে নজর পিকের

মিশন ২০২১-এ কঠিন লড়াই। তার আগে বুথের সংগঠন অটুট রাখতে বিশেষ নজর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা করেই তিনি বুথের সংগঠনে জোর দিতে চলেছেন।

Google Oneindia Bengali News

মিশন ২০২১-এ কঠিন লড়াই। তার আগে বুথের সংগঠন অটুট রাখতে বিশেষ নজর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা করেই তিনি বুথের সংগঠনে জোর দিতে চলেছেন। ইতিমধ্যেই পিকে ছকে ফেলেছেন বুথের সংগঠনকে জোরদার করার যাবতীয় পরিকল্পনা। সিলমোহর পড়লেই শুরু হয়ে যাবে কাজ।

ঊনিশের ঘাটতি মেটানোর দাওয়াই

ঊনিশের ঘাটতি মেটানোর দাওয়াই

ভোট কৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বিশেষ আলোচনায় মমতা ও প্রশান্ত কিশোর ঊনিশের ঘাটতি মেটানোর দাওয়াই খুঁজেছিলেন। তখনই পিকে জানিয়েছিলেন, তৃণমূলকে ফের লক্ষ্যে পৌঁছে দিতে তাঁর সারা বাংলায় মাত্র ২ লক্ষ কর্মীকে চাই। সেই পরিকল্পনা মতোই এবার বুথের সংঘটন সাজাতে মনোযোগী হলেন তিনি।

বুথভিত্তিক রণকৌশল তৈরি

বুথভিত্তিক রণকৌশল তৈরি

বছর ঘুরলেই কলকাতা পুরসভা ও অন্য ১০৮টি পুরসভায় ভোট। তারপর ২০২১-এ মহাসংগ্রাম। এই সব লড়াইয়ের জন্যউ কোমর বেঁধে বুথভিত্তিক রণকৌশল তৈরি করছেন পিকে। রীতিমতো অঙ্ক কষে এগনোর চেষ্টা করছেন তিনি। তিনি সবার আগে জোর দিয়েছেন বুথভিত্তিক সংগঠনকে আরও মজবুত করতে।

প্রতি বুথেই লিড নেওয়াই লক্ষ্য

প্রতি বুথেই লিড নেওয়াই লক্ষ্য

প্রতি বুথেই লিড নেওয়াই তৃণমূলের প্রাথমিক লক্ষ্য। এই প্রাথমিক লক্ষ্যে সাফল্য লাভ করলে জয় কেউ আটকাতে পারবে না। বুথের সংগঠন যদি মজবুত থাকে, তাহলে বিজেপি কোনও কেন্দ্রেই দাঁত ফোটাতে পারবে না বলেই মনে করছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

২০ জন সক্রিয় কর্মীকে দায়িত্ব ব্লকে

২০ জন সক্রিয় কর্মীকে দায়িত্ব ব্লকে

বুথভিত্তিক সংগঠন বাড়াতে প্রতি ব্লকে বা ওয়ার্ডে ২০ জন সক্রিয় কর্মীকে বিশেষ দায়িত্ব দেওয়া হবে। প্রতি ব্লকে বা ওয়ার্ডে একটা দল তৈরি করে তাদের উপর বিশেষ দায়িত্ব দেওয়া হবে। প্রতি ওয়ার্ড সভাপতিকে ৫ থেকে ২০ জনের নাম দিতে বলা হয়েছে। পরে আরও নাম চাওয়া হতে পারে। তাঁদেরকে বেছে নেবেন প্রশান্ত কিশোর নিজে।

বুথভিত্তিক তিনজনের কমিটিও গঠন হবে

বুথভিত্তিক তিনজনের কমিটিও গঠন হবে

এর পাশাপাশি বুথভিত্তিক তিনজনের একটি কমিটিও গঠন করা হবে। সেই নামও চেয়ে পাঠানো হয়েছে ইতিমধ্যে। এদের সঙ্গেই সরাসরি যোগাযোগ রাখবে শীর্ষ নেতৃত্ব। প্রয়োজনে এঁদের কাছ থেকে খোঁজ খবর নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এইভাবেই নিচুতলার সঙ্গে শীর্ষনেতৃত্বের যোগসাধনও হবে।

জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের বৈঠকে

জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের বৈঠকে

এই মর্মে জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। তৃণমূল ভবনে এই বৈঠকেই ওই নামের তালিকা নিয়ে আরও বিস্তারিত জানানো হবে সভাপতিদের। প্রতি বুথে যে তিনজনের কমিটি তৈরি করা হবে, তাঁদের সমীক্ষার দায়িত্ব দেওয়া হবে। কোন জনপ্রতিনিধির প্রতি কীরূপ মনোভাব তা বুঝতেই এই সমীক্ষা।

বুথ ভিত্তিক ‘টিম’ তৈরির পরিকল্পনা

বুথ ভিত্তিক ‘টিম’ তৈরির পরিকল্পনা

২০২১-এর আগে এভাবেই বুথভিত্তিক টিম তৈরি করতে চাইছেন তিনি। ওয়ার্ডের সমস্ত বুথে এবং ব্লকের সমস্ত বুথে তিনজন করে সক্রিয় কর্মীকে নিয়ে গড়া হবে কমিটি। তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এই বুথ ভিত্তিক ‘টিম' তৈরির কথা আগেই জানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর।

<strong>[ 'অমর্ত্য সেনের সঙ্গে প্রায়ই কথা হয়', নোবেলজয়ী অভিজিতের প্রতিক্রিয়ায় আরও যা উঠে এলো]</strong>[ 'অমর্ত্য সেনের সঙ্গে প্রায়ই কথা হয়', নোবেলজয়ী অভিজিতের প্রতিক্রিয়ায় আরও যা উঠে এলো]

English summary
Prashant Kishore proposes to build booth organization in Mission 2021. He wants only twenty workers for a block or Ward
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X