For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Exit Polls 2022: এবারও উত্তর প্রদেশে বিজেপির সরকার! রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত

এবারও উত্তর প্রদেশের ক্ষমতা যেতে চলেছে বিজেপির (bjp) হাতে। রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষায় (exit poll) এমনটাই ইঙ্গিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিজেপি অর্ধেকের বেশি আসনে জয়লাভ করতে চলেছে যোগী রাজ্

Google Oneindia Bengali News

এবারও উত্তর প্রদেশের ক্ষমতা যেতে চলেছে বিজেপির (bjp) হাতে। রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষায় (exit poll) এমনটাই ইঙ্গিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিজেপি অর্ধেকের বেশি আসনে জয়লাভ করতে চলেছে যোগী রাজ্যে। তারপরেই সেখানে থাকতে চলেছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)।

কে কটা আসন পেতে পারে

কে কটা আসন পেতে পারে

রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে বিজেপি পারে ২৪০ টি আসন। সমাজবাদী পার্টি পেতে পারে ১৪০ টি আসন। বিএসপি পেতে পারে ১৭টি, কংগ্রেস ৪ টি, অন্যরা ২ টি আসন পেতে পারে। সমীক্ষায় বলা হয়েছে বিজেপির এই আসন সংখ্যায় ১৫ টি বেশি কিংবা ১৫ টি কমও হতে পারে। অন্যদিকে সমাজবাদী পার্টির ক্ষেত্রে ১০ কম কিংবা বেশি হতে পারে। কংগ্রেসের ২ কম কিংবা বেশি হতে পারে। অন্যদের ২ কম কিংবা বেশি হতে পারে।

শতাংশের নিরিখে প্রাপ্ত ভোট

শতাংশের নিরিখে প্রাপ্ত ভোট

ভোট শতাংশের নিরিখে বিজেপি উত্তর প্রদেশে ৪০.১% ভোট পেতে পারে। সমাজবাদী পার্টি পেতে পারে ৩৪%, বিএসপি পেতে পারে ১৬.১৩% ভোট, কংগ্রেস ৫.৪% এবং অন্যরা ৪,২% ভোট পেতে পারে।

 আসনের অঞ্চল ভিত্তিক ভাগ

আসনের অঞ্চল ভিত্তিক ভাগ

  • পূর্বাঞ্চলের ১৩০ টির মধ্যে বিজেপি ও সহযোগীরা ৬৩-৮৩ টি আসন পেতে পারে। সমাজবাদী পার্টি পেতে পারে ৪২-৫২ টি। বিএসপি পেতে পারে ৩-৮ টি আসন। কংগ্রেস ১-৩ টি আসন অন্যরা ০-৩ টি আসন।
  • অবধের ১১৮টির মধ্যে বিজেপি ৬৬-৭৮ টি, এসপি ৪১-৫১ টি, বিএসপি ৩-৮ টি, কংগ্রেস ১-৩ টি, অন্যরা ০-১ টি আসন পেতে পারে।
  • পশ্চিম উত্তর প্রদেশের ১৩৬ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৬৯-৮৩ টি, এসপি ৪২-৫২ টি, বিএসপি ৩-৮ টি, কংগ্রেস ১-৩ টি, অন্যরা ০-১ টি আসন পেতে পারে।
  • বুন্দেলখণ্ডের ১৯ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১২-১৬ টি আসন, এসপি ২-৬ টি আসন, বিএসপি ১-৫ টি আসন, কংগ্রেস ০-২ টি, অন্যরা ০-১ টি আসন পেতে পারে।
 ২০১৭-র বিধানসভা নির্বাচনের ফল

২০১৭-র বিধানসভা নির্বাচনের ফল

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি উত্তর প্রদেশের ৪০৩ টি আসনের মধ্যে ৩১২ টি আসন দখল করেছিল। সেখানে কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট পেয়েছিল ৫৪ টি আসন। মায়াবতীর বিএসপি পেয়েছিল ১৯ টি আসন। ২০১৭-র নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কাউকেই রাখা হয়নি। মোদীকে সামনে রেখেই নির্বাচনে লড়াই করেছিল গেরুয়া শিবির। পরে সেখানে গোরক্ষপুরের সাংসদ যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করা হয়।

Exit Polls 2022: রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষা! পঞ্জাবের ক্ষমতা যেতে চলেছে আপের হাতেExit Polls 2022: রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষা! পঞ্জাবের ক্ষমতা যেতে চলেছে আপের হাতে

English summary
Victory for BJP in Uttar Pradesh for second time show Republic world's P Marq exit polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X