For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্যুটকেসে ভরে মহিলাকে অনলাইনে বিক্রির চেষ্টা

এক উঠতি মডেল, ব্রিটেন থেকে মিলান এসেছিলেন ফটোশ্যুট হবে ভেবে। সেই স্বপ্ন তো কুচলে গেছেই, তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন 'বিক্রি' হওয়া থেকে।

  • |
Google Oneindia Bengali News

এক উঠতি মডেল, ব্রিটেন থেকে মিলান এসেছিলেন ফটোশ্যুট হবে ভেবে। সেই স্বপ্ন তো কুচলে গেছেই, তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন 'বিক্রি' হওয়া থেকে। ফটোশ্যুটের টোপ দিয়ে তাঁকে স্যুটকেস বন্ধি করে অনলাইনে বিক্রি করার ছক কষেছিলেন লুকাস পাওয়েল হেরবা। এমনই অভিযোগ উঠে এসেছে পোল্যান্ড পুলিশের কাছে।

সম্প্রতি ওই তরুণীকে বাক্সবন্দি অবস্থায় উদ্ধার করেছে পোল্যান্ডের পুলিশ। গ্রেফতার করা হয়েছে লুকাসকে। মজেল হওয়ার জন্য গত ১০ তারিখ ব্রিটেন থেকে ইতালির মিলানে এসে পৌঁছন ওই তরুণী। পরদিনই তাঁর ফটো শ্যুটের কথা হয়েছিল। এজন্য মিলানের একটি অ্যাপার্টমেন্টে মডেলকে আসতে বলেন তিনি। কিন্তু ১১ জুলাই লুকাসের ধরের ভিতরে ঢুকতেই বিষয়টি অন্যদিকে মোড় নিতে থাকে।

স্যুটকেসে ভরে মহিলাকে অনলাইনে বিক্রির চেষ্টা

সেইদিন ঘরে ঢোকা মাত্রই দুজন পুরুষ ওই মহিলা মডেলের ওপর চড়াও হয়। জোর করে মহিলাকে মাদক সেবন করানো হয়। মহিলা অচৈতন্য হয়ে পড়লে ,তাঁকে হাত পা বেঁধে স্যুটকেসে ঢুকিয়ে দেওয়া হয়। সেই স্যুটকেসে মহিলাকে ভর্তি করে তুরিন এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে, পুলিশের কাছে হেরবাদের গোপণ অভিসন্ধির খবর আসে।

পুলিশ জানতে পারে যে হেরবা অনলাইনে ওই মডেলকে বিক্রি করতে চাইছে। তখনই জাল বিছিয়ে পুলিশ ওই মডেলকে উদ্ধার করে তুরিন থেকে। গ্রেফতার হয় অভিযুক্ত হেরবা।

English summary
A 30-year-old man has been arrested in the alleged kidnapping of a young British model who thought she was coming to Milan for a photo shoot, but instead was drugged, hustled away in a suitcase and handcuffed in a house in northern Italy before being released, Milan police said Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X