
জিভ হয়ে যাচ্ছে উজ্জ্বল হলুদ বর্ণের! ১২ বছরের বালকের দেহে ভাইরাসের আক্রমণে বিরল রোগর সন্ধান
জন্ডিসে হলুদাভ গায়ের রঙ দেখা যায়, তবে উজ্জ্বল হলুদ বর্ণ ত্বকের রঙ ছাপিয়ে উঠে আসতে সেভাবে দেখা যায় না। তবে কানাডার বুকে ঘটে গিয়েছে এই অদ্ভুত কাণ্ড। সেখানে এক ১২ বছরের বালকের জিভে উজ্জ্বল হলুদ রঙের বর্ণ দেখা গিয়েছে। কার্যত জিভ যেন হলুদই হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে।

বিরল কান্ড কানাডায়
'দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন'-এ প্রকাশিত একটি ছবিতে এই বালকের ঘটনা তুলে ধরা হয়েছে। ১২ বছর বয়সী কানাডার এই বলাকের জিভ চারিদিকে করোনা পরিস্থিতির মাঝে আচমকা কেন হলুদ হয়ে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগে পড়ে তার অভিভাবকরা।

হলুদ হচ্ছে জিভ
এদিকে শুধু জিভই যে হলুদ হচ্ছে তা নয়। এই বালকের মূত্রও গাঢ় রঙের হতে থাকে। গলায় অসম্ভব একটি ব্যথা সে পেতে শুরু করে বলে জানায়। সযঙ্গে পেটে অসহ্য ব্যথা শুরু হয়। দেখা যায় ১২ বছর বয়সী স্কুল পড়ুয়া ওই বালকের ত্বক ঘোলাটে বর্ণের হয়ে যায়। ঘটনা র কথা জানতে পারে
'দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন'।

জন্ডিস নয়, ভাইরাস আক্রমণ!
এই বালককে যখন হাসপাতালে ভর্তি করা হয় , তখন চিকিৎসকরাও প্রাথমিকভাবে এটিকে জন্ডিস বলে মমে করেছিলেন। তবে জিভের রঙ ক্রমাগত উজ্জ্বল হলুদ হতে থাকায় চিকিৎসকরা অবাক হন। এরপর বহু টেস্টের পর চিকিৎসকরা জানতে পারেন সেই বালকের রয়েছে রক্তাল্পতা। তার সঙ্গেই নয়া ভাইরাস এপস্টেনবারের আক্রমণ তার শরীরে ঘটে। যার জেরে এমন ঘটনা ঘটে গিয়েছে।

বিরল রোগ কী থেকে এলো!
জানা গিয়েছে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম তাঁদের রক্তাল্পতার জেরে এমন সমস্যা ঘটে যায়। এর জেরে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আঘাত প্রাপ্ত হয়, আর লোহিত রক্ত কণিকা ধ্বংস হতে থাকে। ১২ বছরের কানাডার ওই বালকের দেহে ইপস্টেইন ভাইরাসের আক্রমণের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে আপাতত দীর্ঘ চিকিৎসার পর ওই বালক সুস্থ রয়েছে বলে খবর।