For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌১২ বছর বয়সে দশম শ্রেণীর পরীক্ষা দেবে ইম্ফলের এই বিস্ময় বালক

‌১২ বছর বয়সে দশম শ্রেণীর পরীক্ষা দেবে ইম্ফলের এই বিস্ময় বালক

Google Oneindia Bengali News

আবারও বিস্ময় বালকের খোঁজ পাওয়া গেল। ১২ বছরের বালক দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা দেবে। অসমের কাঙ্গভাই গ্রামের চূড়াচন্দপুর জেলার আইজক পৌলালুগমুয়ান ভাইফেই রাজ্যের প্রথম বালক, যে এত কম বয়সে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা দিতে বসবে।

‌১২ বছর বয়সে দশম শ্রেণীর পরীক্ষা দেবে ইম্ফলের এই বিস্ময় বালক


অসমের স্কুল শিক্ষা বোর্ডের (‌বিওএসইএম)‌ পক্ষ থেকে আইজককে অসম হাইস্কুল থেকে দশম শ্রেণীর পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে। বিওএসইএম–এর পক্ষ থেকে বলা হয়েছে যে আসন্ন বোর্ড পরীক্ষায় ইসাকের জন্মের আসল তারিখ নথিবদ্ধ করার পর বিওএসইএম এই বিষয়টিক '‌বিশেষ মামলা’‌ বলে অনুমোদন দিয়েছে। আইজক মাউন্ট অলিভ স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। সে তার অভিভাবকের বড় সন্তান। আইজক বলে, '‌আমি খুব খুশি ও উত্তেজিত। আমার স্যার আইজক নিউটনকে খুব ভালো লাগে কারণ আমার মনে হয় যে আমি ওঁনারই মতো এবং আমাদের এক নামও।’‌ বিস্ময় বালকের বাবা গেনখোলিয়েন ভাইফেই গতবছরই শিক্ষা দপ্তরের কাছে তাঁর ছেলের বোর্ড পরীক্ষায় বসা নিয়ে লিখিত আবেদন করেন। গেনখোলিয়েনের আবেদনের ওপর ভিত্তি করে শিক্ষা কমিশন ছেলেটির মানসিক পরীক্ষা করার নির্দেশ দেয়।

ইম্ফলের রিমসের মনোবিদ বিভাগে আইজকের পরীক্ষা করানো হয়। মনোবিদদের রিপোর্টে পাওয়া যায় যে আইজকের মানসিক বয়স ১৭ বছর পাঁচ মাস। তার বুদ্ধিমত্তা (‌আইকিউ)‌ ১৪১, যা খুবই বিশেষ বুদ্ধিমানদেরই থাকে। আইজকের বাবা জানান যে প্রাথমিকভাবে তাঁকে মনোবিদরা ছেলের বয়স ১৫ করে দিতে বলেছিল পরীক্ষার জন্য। কিন্তু এরপর তিনি উচ্চ কর্তৃপক্ষের কাছে তাঁর ছেলের পরীক্ষা দেওয়ার উচ্চ আকাঙ্খার কথা ব্যক্ত করেন। ছেলের গর্বে গর্বিত বাবা বলেন, '‌আমরা খুব খুশি এবং শিক্ষা বিভাগের কাছে কৃতজ্ঞ যে আমার ছেলেকে তাঁরা এই সুযোগ দিয়েছে। এই উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষা বিভাগ ভবিষ্যত প্রজন্মের প্রতিভা ও দক্ষতাকে দেখতে পারবে।’‌ নিয়ম অনুযায়ী দশম শ্রেণীর পরীক্ষায় বসতে হলে প্রার্থীকে ১ এপ্রিলের মধ্যে ১৫ বছর পূর্ণ করত হবে। কিন্তু আইজকের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা।

English summary
Isaac, who studied in Mount Olive School till class 8, is the eldest son of his parents
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X