For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বসন্তোৎসবে ছাত্রছাত্রীদের কদর্য মানসিকতা! নৈতিক দায় নিয়ে ইস্তফা রবীন্দ্রভারতীর উপাচার্যের

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসব নিয়ে বিতর্কের জেরে শেষপর্যন্ত ইস্তফা দিলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী।

Google Oneindia Bengali News

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসব নিয়ে বিতর্কের জেরে শেষপর্যন্ত ইস্তফা দিলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে বসন্তোৎসব সেলিব্রেশনের বেশ কিছু বিতর্কিত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার নৈতিক দায় স্বীকার করে ইস্তফা দেন উপাচার্য। তাঁর দাবি ইস্তফাপত্র আচার্য ও শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

বসন্তোৎসবে বিতর্ক, নৈতিক দায় নিয়ে ইস্তফা উপাচার্যের

শুক্রবার তিনি ইস্তফাপত্র দিয়েছেন বলে দাবি করেন। কিন্তু পাল্টা শিক্ষামন্ত্রী দাবি করেন, তিনি কোনও ইস্তফাপত্র পাননি। ছাত্রছাত্রীদের কুরুচিপূর্ণ আচরমে কলুষিত হয়েছে রবীন্দ্রভারতীর মতো পবিত্র এক শিক্ষাপ্রতিষ্ঠান। তার দায় নিয়েই সরে যেতে চাইলেন উপাচার্য।

রবীন্দ্রভারতীয় বিটি রোড ক্যাম্পাসের বসন্তোৎসবে একদল তরুণ-তরুণীর উচ্ছৃঙ্খলতায় বিতর্ক তৈরি হল ঐতিহ্যবাহী অনুষ্ঠানে। রঙিন বসন্তোৎবের আড়ালে কদর্য চেহারা বেরিয়ে আসে একদল ছাত্রছাত্রী বা তরুণ-তরুণীর। নেট দুনিয়ায় তাদের বিকৃত মানসিকতার ছবি মূহূর্তে ভাইরাল হয়ে যায়।

কিছুদিন আগে রোদ্দুর রায় রবীন্দ্রনাথের গান 'চাঁদ উঠেছিল গগনে' বিকৃত করে গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। এবার এই বিকৃত গান ব্যবহার করেই বিকারগ্রস্ত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী। এই ঘটনাকে সাংস্কৃতিক বিকার হিসেবে বর্ণনা করেছেন শিক্ষাবিদরা।

সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া এই ছবিতে দেখা গিয়েছে- চারজন তরুণী পিছনে ফিরে দাঁড়িয়ে রয়েছে। তাদের পঠে আবির দিয়ে লেখা বিকৃত রবীন্দ্রসঙ্গীতের লাইন। যে বিকৃত সঙ্গীত ভাইরাল করেছিলেন রোদ্দুর রায় নামে জনৈক এ ব্যক্তি। আর ওই তরুণীর দিকে পিছন ফিরে বেস রয়েছেন তিন যুবক। তাদের বুকে লেখা অশ্লীল গালিগালাজ।

English summary
Vice Chancellor of Rabindravarati University sends resignation letter. He wants to give resignation due to obscenity in Rabindra Varati’s basantotsav.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X