
বাড়ি ফিরলেন বেলঘরিয়ার যুবক রক্ষিত মিত্তল, ২ দিন নিখোঁজ ছিলেন তিনি
দু'দিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন বেলঘরিয়ার যুবক রক্ষিত মিত্তল। ওই যুবক বৃহস্পতিবার সকালে নিজে থেকেই বাড়ি ফেরেন বলে জানা গিয়েছে। তবে তিনি কোথায়, কেন গিয়েছিলেন সে বিষয়ে অবশ্য পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আলমবাজারের একটি মন্দিরে পুজো দিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান রক্ষিত।

মুর্শিদাবাদের বেলডাঙায় জাতীয় সড়কের উপর থেকে উদ্ধার হয় তাঁর স্কুটি ও হেলমেট। নিখোঁজের পরিবারের দাবি, মঙ্গলবার স্কুটিতে চেপে মন্দিরে পুজো দিতে বেরিয়েছিল সে। তারপর আর ঘরে ফেরেননি। এরপর, বুধবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার মহুলা গ্রাম সংলগ্ন জাতীয় সড়কের কাছে ওই ছাত্রে স্কুটি ও হেলমেট উদ্ধার করে পুলিশ। তবে নিখোঁজ ছাত্রের কোনও খোঁজ পাওয়া যায়নি।
শেষবার সিসি ক্যামেরায় স্থানীয় মন্দিরে দেখা যায়। সন্ধেয় দত্তপুকুরে মেলে মোবাইল টাওয়ারের লোকেশনও যায়।
পরে বেলঘড়িয়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করে নিখোঁজ পরীক্ষার্থীর পরিবার। ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে একটি দল গড়ে তদন্ত করা হচ্ছে।
করোনা পরিস্থিতিতে এবছর খড়ের ছাউনিতে একচালার মা দুর্গা অধিষ্ঠান করবে মোহাম্মদ আলী পার্কে