For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যথিত, কিন্তু বিস্মিত নন - উর্জিত প্যাটেলের পদত্যাগে মোদী সরকারকে আক্রমণ চিদম্বরমের

আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগের পর প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম কী প্রতিক্রিয়া জানিয়েছেন, দেখুন।

Google Oneindia Bengali News

আরও একমাস মেয়াদ ছিল তাঁর। কিন্তু তার আগেই 'ব্য়ক্তিগত কারণ' দেখিয়ে পদত্য়াগ করেছেন আরবিআই-এর গভর্নর উর্জিত প্যাটেল। তাঁর পদত্যাগে সারা দেশের অর্থনৈতিক মহলে তো বটেই, হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলেও। লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে তাঁর এই পদত্যাগকে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর হাতিয়ার করতে চাইছে বিরোধীরা।

উর্জিত প্যাটেলের পদত্যাগে ব্য়থিত, কিন্তু বিস্মিত নন চিদম্বরম

আরিআই-এর ২৪তম গভর্নরের পদত্যাগের পরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে সরকারকে বিধেছেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি জানান, ডঃ প্যাটেলের পদত্যাগে তিনি ব্য়থিত, কিন্তু মোটেই বিস্মিত নন। কারণ কোনও আত্মমর্যাদা সম্পন্ন পন্ডিত ব্যক্তি এই সরকারে অধীনে কাজ করতে পারবেন না।

গত ১৯ নভেম্বর রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড মিটিং-এর দিনই উর্জিত প্যাটেল পদত্যাগ করতে পারেন এরকম খবর ছিল। কিন্তু তারপরেও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে কাজ চালিয়ে গিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তিনি এদিন পদত্যাগ করার পর চিদম্বরম বলেছেন, ১৯ নভেম্বরই তাঁর পদত্যাগ করা উচিত ছিল।

ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী আরও বলেন, উর্জিত সম্ভবত ভেবেছিলেন, সরকার পিছু হটবে। তাই হয়ত তিনি ওই দিন পদত্যাগ করেননি। চিদম্বরম জানিয়েছএন, তিনি অবশ্য জানতেন সরকারের পক্ষ থেকে সেরকম কোনও পদক্ষেপ নেওয়া হবে না। দেরিতে হলেও উর্জিত প্যাটেল পদত্যাগ করায় তাঁর মতে ভালই হয়েছে। নইলে রিজার্ভ ব্য়াঙ্কের সদ্য প্রাক্তন গভর্নরকে আরও একটি 'অপমানকর বৈঠকে'-র সম্মুখীন হতে হত।

এই সুযোগে চিদম্বরম আরও একবার দাবি করেছেন আরবিআই-এর স্বাধিকার কেড়ে নিতে চাইছে সরকার। রিজার্ভ ব্য়াঙ্ককে একটি বোর্ড নিয়ন্ত্রিত সংস্থায় পরিণত করতে চাইছেন মোদি-জেটলিরা - এরকমটাই দাবি প্রাক্তন অর্থমন্ত্রীর।
তিনি সরাসরি অভিযোগ করেছেন, সরকারের লক্ষ্য রিজার্ভ ব্যাঙ্কের উদ্বৃত্তকে ব্যবহার করে রাজস্বের ঘাটতি মেটানো ও নির্বাচনের বছরে সেই খরচের জন্য তাকে একটি তহবিল হিসাবে ব্যবহার করা।

English summary
Here is how Ex-Finance minister and Congress leader P Chidambaram's reacts after the resignation of RBI governor Urjit Patel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X