For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালীপুজোয় মোদীকে জোর নিশানা রাহুলের, কেন আরবিআই-এর সঙ্গে বিরোধ, পর্দা ফাঁসের দাবি

দেশের বেহাল অর্থনীতি নিয়ে যে এক অসাধারণ গল্প ফেঁদেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এখন সামাল দিতেই আরবিআই-এর দিকে হাত বাড়িছেন তিনি।

Google Oneindia Bengali News

দেশের বেহাল অর্থনীতি নিয়ে যে এক অসাধারণ গল্প ফেঁদেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এখন সামাল দিতেই আরবিআই-এর দিকে হাত বাড়িছেন তিনি। আর সেই জন্য আরবিআই-এর কাছে থাকা অতিরিক্ত ৩.৬ লক্ষ কোটি টাকা তিনি সরকারি কোষাগারে নিয়ে আসতে চাইছেন। কালীপুজোর দিনে এমনই অভিযোগ আনলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

কালীপুজোয় মোদীকে জোর নিশানা রাহুলের, কেন আরবিআই-এর সঙ্গে বিরোধ পর্দা ফাঁসের দাবি

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি প্রতিবেদন প্রকাশ পায়, তাতে দাবি করা হয়েছিল যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছন। এই প্রস্তাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে থাকা অতিরিক্ত ৩.৬লক্ষ কোটি টাকা সরকারের কাছে ট্রান্সফারের কথা বলা হয়েছে, যা আরবিআই-এর কাছে রিজার্ভ থাকা ৯.৫৯ লক্ষ কোটি টাকার এক তৃতীয়াংশ-এর বেশি।

মঙ্গলবার এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল গান্ধী আরবিআই-এর গভর্নর উর্জিত প্যাটেলকেও টেনে আনেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁকে রুখে দাঁড়়িয়ে দেশকে রক্ষা করার আর্জি রাখেন রাহুল। এই নিয়ে টুইটও করেন কংগ্রেস সভাপতি।

[আরও পড়ুন: অযোধ্যা দীপোৎসব নাম তুলল গিনেস বুকে, নয়া পালক যোগীর মুকুটে ][আরও পড়ুন: অযোধ্যা দীপোৎসব নাম তুলল গিনেস বুকে, নয়া পালক যোগীর মুকুটে ]

ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, তাদের বিশ্বস্ত সূত্রে দাবি করা হয়েছে আরবিআই-এর সঙ্গে সরকারের মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে তার মূলেই রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই প্রস্তাব। কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব মেনে নিলে দেশের ম্যাক্রো-ইকোনমি-র স্তরে খারাপ প্রভাব শুধু নয় পুরো প্রক্রিয়াটাই নড়ে যেতে পারে বলে মনে করছে আরবিআই। সেই কারণে তারা কোনওভাবেই কেন্দ্রীয় সরকারের প্রস্তাব মানতে চাইছে না বলেও সূত্রে দাবি করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের যুক্তি আরবিআই তার ক্যাপিটাল রিজার্ভকে প্রয়োজনের থেকে বেশি করে রেখেছিল। যার ফলে তাদের কাছে অতিরিক্ত ৩.৬ লক্ষ কোটি টাকা উদ্বৃত্ত রয়েছে।

[আরও পড়ুন: ফৈজাবাদের নাম বদলে হল অযোধ্যা, দীপাবলিতে ঘোষণা যোগীর ][আরও পড়ুন: ফৈজাবাদের নাম বদলে হল অযোধ্যা, দীপাবলিতে ঘোষণা যোগীর ]

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মতে, বর্তমানে যে অর্থনৈতিক কাঠামোর উপরে রিজার্ভ ব্য়াঙ্ক কাজ করছে তা অত্যন্ত রক্ষণাত্মক। সরকার ও আরবিআই-এর মধ্যে বিরোধ যে চরমে তা প্রকাশ্যে এনে দেন বিরল আচারিয়া। যেভাবে সপ্তাহ দেড়েক আগে মুম্বই-এ এক আলোচনা সভায় আরবিআই-এর স্বশাসন নিয়ে সরব হন তাতে স্পষ্ট হয়েগিয়েছিল মোদী সরকারের সঙ্গে বিরোধটা।

[আরও পড়ুন: বিধানসভা ভোটের বাজারে তেলাঙ্গানায় থেঁতলে খুন টিআরএস নেতা][আরও পড়ুন: বিধানসভা ভোটের বাজারে তেলাঙ্গানায় থেঁতলে খুন টিআরএস নেতা]

English summary
Rahul Gandhi again attacks Narendra Modi On Kali Puja day. Congress presidents says Narendra Modi needs Rs. 3.6 lakh crore of RBI to fix the economy mess.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X