For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) পাজেরো, ইনোভা, অডি... বিলাসবহুল গাড়িতে ভোটপাখিদের চক্কর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

চণ্ডীগড়, ২৮ মার্চ: চণ্ডীগড় অজ পাড়াগাঁ নয়। রাস্তাও খান্দাখন্দে ভর্তি নয়। তাই চণ্ডীগড় লোকসভা কেন্দ্রের প্রার্থীরা বিলাসবহুল গাড়ি চেপে সাঁইসাঁই ছুটছেন। মসৃণ রাস্তা ধরে যখন 'উড়ছে' গাড়ি, তখন লোকে হাঁ। ব্যাপারখানা দেখার মতো বটে!

১০ এপ্রিল ভোট চণ্ডীগড় আসনে। এখানে লড়াই চতুর্মুখী। কংগ্রেসের পবন বনশল, বিজেপি-র কিরণ খের, আম আদমি পার্টির গুল পানাগ এবং বিএসপি-র জন্নত জাহান। তিন দাপুটে মহিলার বিরুদ্ধে লড়তে হচ্ছে পবন বনশলকে।

কংগ্রেসের টিকিটে এখান থেকে পবন বনশল জিতেছেন পরপর চারবার। জয়ের ব্যাপারে আশাবাদী পবন ঘুরছেন 'পাজেরো স্পোর্টস' গাড়িতে চেপে। চণ্ডীগড়ের রাস্তায় এখন গরমে হলকা ছুটছে। অথচ বাতানুকূল গাড়ির ভিতরে তিনি ঠান্ডা-ঠান্ডা কুল-কুল! এই গাড়ির ভিতর কী না রেখেছেন তিনি! টিভি থেকে শুরু করে লাইভ ক্যাম, ল্যাপটপ, গান শোনার সিডি। এক কথায় চলমান সংসার।

কিরণ-গুল-জন্নতের মতো তিন দাপুটে মহিলার বিরুদ্ধে এই কেন্দ্রে লড়তে হচ্ছে বনশলকে

বিজেপি প্রার্থী কিরণ খের ঘুরছেন 'টয়োটা ইনোভা' গাড়িতে চেপে। প্রসাধনের হেন জিনিস নেই যা কিরণ খেরের গাড়িতে নেই। মুম্বই থেকে আসার আগে স্বামী অনুপম খের বলেছিলেন, 'বিএমডব্লু' গাড়িটা ব্যবহার করতে। কিন্তু কিরণ সেই গাড়ি আনেননি। তিনি বললেন, "ইনোভাতে অনেক জায়গা বেশি। আমার মেক-আপের জিনিস রাখতে পারি বেশি পরিমাণে। ভোটের প্রচারে ক্লান্ত হয়ে গেলেও ক্ষতি নেই। বেশ হাত-পা ছড়ানো যায়। তবে কোথাও কোথাও ইনোভা থেকে নেমে খোলা জিপসিতে উঠে প্রচার করেছি। বাব্বা, যা রোদ!"

আম আদমি পার্টির প্রার্থী গুল পানাগ কিন্তু মোটেই আম আদমির মতো ঘুরছেন না। প্রথমে কিছুদিন সরকারি বাস, মোটর সাইকেলে চেপে প্রচারে বেরিয়েছিলেন। কিন্তু ভিড়ের গুঁতো আর গরমে অ্যায়সা কাবু হয়ে পড়লেন যে, বাতানুকূল 'স্করপিও' ছাড়া গতি রইল না। গাড়ির পিছনের সিটে বিস্কুট আর ফল রাখছেন তিনি। প্রচারে বেরিয়ে খিদে পেলে ওই শুকনো খাবার আর গ্লুকোজের জল খাচ্ছেন।

পিছিয়ে নেই বিএসপি প্রার্থী জন্নত জাহানও। তিনি একটি 'অডি' গাড়িতে চেপে ঘুরছেন। বাকি তিনজনের চেয়ে তাঁর গাড়িটাই সবচেয়ে দামী। সঙ্গে থাকছে মেক-আপ সরঞ্জাম। জনসভায় ভাষণ দিতে ওঠার আগে তুলি বুলিয়ে নিচ্ছেন ভুরুতে। লিপস্টিক বুলিয়ে নিচ্ছেন ঠোঁটে। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলছেন। অসুস্থ হয়ে গেলে তো সব মাটি, যুক্তি তাঁর।

লক্ষণীয় বিষয় হল, চণ্ডীগড়ে আজ পর্যন্ত কোনও মহিলা প্রার্থী ভোটে জেতেননি। তবে তরুণ প্রজন্মের ভোট এবার ফারাক গড়বে বলে দাবি কিরণ খের, গুল পানাগ কিংবা জন্নত জাহানের। ১৮-১৯ বছর বয়স, চণ্ডীগড়ে এমন ভোটার হল এখন ১৮১৭০ জন। মহিলা প্রার্থীরা তাই এঁদের বেশি সময় দিচ্ছেন।

পাজেরো

পাজেরো

পাজেরোতে চেপেই ভোট প্রচার সারছেন কংগ্রেসের পবন কল্যাণ।

ইনোভা

ইনোভা

ইনোভাতে অনেক জায়গা বেশি। আমার মেক-আপের জিনিস রাখতে পারি বেশি পরিমাণে। ভোটের প্রচারে ক্লান্ত হয়ে গেলেও ক্ষতি নেই। বেশ হাত-পা ছড়ানো যায়। তাই বিএমডব্লু ছেড়ে ইনোভা নিয়েই ভোটপ্রচার সারছেন কিরণ।

অডি

অডি

বিএসপি প্রার্থী জন্নত জাহান একটি 'অডি' গাড়িতে চেপে ঘুরছেন। বাকি তিনজনের চেয়ে তাঁর গাড়িটাই সবচেয়ে দামী। সঙ্গে থাকছে মেক-আপ সরঞ্জাম।

কিরণ খের

কিরণ খের

অভিনয়ের পর এবার লোকসভা নির্বাচন দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হচ্ছে কিরণ খেরের।

গুল পনাগ

গুল পনাগ

সদ্যোজাত আপের প্রার্থী গুল। প্রচারে প্রথম প্রথম কিছুদিন সরকারি বাস, মোটর সাইকেলে চেপে প্রচারে বেরিয়েছিলেন। কিন্তু ভিড়ের গুঁতো আর গরমে অ্যায়সা কাবু হয়ে পড়ায় শেষমেশ বাতানুকুল গাড়িই ভরসা।

পবন বানশাল

পবন বানশাল

কংগ্রেসের বিতর্কিত প্রার্থী পবন বনশল। দুদে এই রাজনীতিবিদের পছন্দ পাজেরো স্পোর্টস কার।

স্কর্পিও

স্কর্পিও

ভোটপ্রচারে আম আদমি নয়, খাস হয়েই বাতানুকুল স্কর্পিওতে প্রচার সারছেন গুল।

English summary
LS Candidates in Chandigarh using swanky vehicles 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X