For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সতর্কতায় রমজানে ইফতার পার্টি এড়িয়ে চলার নির্দেশ ইসলামিক সংগঠন গুলির

করোনা সতর্কতায় রমজানে ইফতার পার্টি এড়িয়ে চলার নির্দেশ ইসলামিক সংগঠন গুলির

  • |
Google Oneindia Bengali News

বড় কঠিন সময়ের মধ্যে দিয়েই চলছে গোটা বিশ্ব। করোনার জেরে কার্যত তালাবন্ধ গোটা দেশ। বন্ধ বিভিন্ন মন্দির-মসজিদ ধর্মীয় স্থান। অথচ আগামী ২৩শে এপ্রিল থেকেই শুরু হচ্ছে রমজান মাস। কিন্তু, সমসাময়িক অবস্থা বিবেচনা করে এবং সরকারি নির্দেশের কথা মাথায় রেখে রমজান শেষে ঘরে বসেই নামাজ পড়ার আবেদন জানাল দেশের মুসলিম সংগঠনগুলি।

ঘরে বসেই নামাজ, রমজান মাসেও বজায় থাকবে সামাজিক দূরত্ব

ঘরে বসেই নামাজ, রমজান মাসেও বজায় থাকবে সামাজিক দূরত্ব

ইতিমধ্যেই দেশে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। নিজামউদ্দিন কে ঘিরে তর্কাতর্কির রেশ এখনো বহাল রয়েছে। এমতাবস্থাতেই আগামী ২৩ শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে রমজান মাস। কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় এবার নয়া সতর্কবার্তা জারি করল দারুণ উলুম, দেওবন্দ এবং দেশের অন্যান্য মুসলিম সংগঠনগুলি। রমজান শেষে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হল ইফতার পার্টিও।

রমজানের প্রয়োজনীয় জিনিস কেনা-বেচাতেও মানতে হবে সরকারি নির্দেশ

রমজানের প্রয়োজনীয় জিনিস কেনা-বেচাতেও মানতে হবে সরকারি নির্দেশ

এদিন দারুন উলুমের তরফে বলা হয়,করোনা মোকাবিলায় মুসলিমরা ঘরে বসেই নমাজ পড়বে এবং মসজিদে যাওয়া ও বিভিন্ন জমায়েত এড়িয়ে চলবে। একই নির্দেশিকা জারি করা হয়েছে কর্ণাটকেও। সেখানে বলা হয়েছে শেহরি অর্থাৎ ভোরবেলা যে আহার করা হয় এবং ইফতার অর্থাৎ সন্ধ্যেবেলা যে খাবার দিয়ে উপোস ভঙ্গ করা হয় সেই পার্টি এড়িয়ে চলতে হবে। পাশাপাশি রমজানের প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচার ক্ষেত্রেও মানতে হবে সরকারি নির্দেশ।

দেশব্যাপীই রমজান নিয়ে বিভিন্ন বিষয়েই জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা

দেশব্যাপীই রমজান নিয়ে বিভিন্ন বিষয়েই জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা

অন্যদিকে, কর্ণাটকের ইমারত-ই-শরিয়াহের পক্ষ থেকে সমস্ত মুসলিম সম্প্রদায়কে বলা হয়েছে শেহরি কিংবা ইফতারের জন্য কোনও রকম ব্যবস্থা কিংবা শব্দের ব্যবহার করা যাবে না যা লকডাউনকে ভঙ্গ করতে পারে। হায়দ্রাবাদের ধর্মীয় নেতারাও স্বাস্থ্য ও চিকিৎসকদের পরামর্শ অনুসরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা, বিশেষত সামাজিক দূরত্ব কঠোরভাবে পালন করার আবেদন জানিয়েছেন।

ভাত দিয়ে তৈরি হবে স্যানিটাইজার, টুইটে কেন্দ্রকে এ নিয়ে আক্রমণ রাহুল গান্ধীরভাত দিয়ে তৈরি হবে স্যানিটাইজার, টুইটে কেন্দ্রকে এ নিয়ে আক্রমণ রাহুল গান্ধীর

English summary
Muslim organizations have been ordered to avoid the Iftar party to prevent Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X