For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রমজানের জন্য ভোটের সময় পুনঃনির্ধারণের দাবি খারিজ, নির্ধারিত সময়ই বহাল কমিশনের

রমজানের জন্য ভোটের সময় পুনঃনির্ধারণের দাবি খারিজ করে দিল নির্বাচন কমিশন। রমজানের মাসে ভোটের সময় এগিয়ে আনার আবেদন করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে।

Google Oneindia Bengali News

রমজানের জন্য ভোটের সময় পুনঃনির্ধারণের দাবি খারিজ করে দিল নির্বাচন কমিশন। রমজানের মাসে ভোটের সময় এগিয়ে আনার আবেদন করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। সকালে সাতটার পরিবর্তে যাতে একটু সময় এগিয়ে আনা যায় এবং ভোটদান শেষ করার সময়ও সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে করা যায়, সেই আবেদন করা হয়েছিল। এদিন তা খারিজ করে দেয় কমিশন।

রমজানের জন্য ভোটের সময় পুনঃনির্ধারণের দাবি খারিজ

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের এখনও তিন দফা বাকি। এই তিন দফাই হবে রমজান মাসে। পঞ্চম দফার ভোটদানের দিনই রমজান মাস পড়ছে। সেই কারণেই নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে আগের সময়ই বহাল রাখে কমিশন।

রাজ্যে চতুর্থ দফার ভোট শেষেই এই আবেদন করা হয়েছিল। আবেদনে বলা হয়, এখনও তিন দফা ভোট বাকি। মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে রমজান। তাই ভোটার সময় এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হোক। নির্বাচন কমিশনের কাছে বিবেচনার জন্য প্রস্তাব রাখে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এখন ভোটগ্রহণ হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত।

English summary
Election Commission rejects the plea of voting time due to Ramzan. Next three phases vote will be done fixed time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X